নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মানুষ

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৫

মানুষ
২৯.১০.২০০৯

তুমি আমাকে মানুষ ভেবেছো!
কথাটা শুনেই আমার যে কী ভালো লাগলো-
অথচ এতোটা কাল-
আমিতো নিজেকে ভেবে এসেছি
উই কিম্বা কাঁচপোকার মতো কোনো পোকা বিশেষ,
পোকা নাকি পতঙ্গ?
আজন্ম যে বয়ে চলেছে
ঘৃণা অথবা অবহেলার নির্মোক।


তুমি আমাকে মানুষ ভেবেছো!
কথাটা ভাবলেই কেমন বিভ্রান্তি জাগে-
তবে যে চিরটা কাল নিজেকে আমি
ভেবেছি,- মাকড়শা!
বুকের মধ্যে যার প্রকৃতিই অলৌকিকভাবে
লুকিয়ে রেখেছে এক ইন্দ্রজাল
সারাটা জীবন যে বয়ে চলেছে
আঠালো এক আর্তনাদ।


তুমি আমাকে সত্যিই মানুষ ভাবলে!
কথাটা শুনেই আমার কী কান্নাটাই না পেলো
নিজেকে কতোকাল শুধু শুধু ভেবেছি
দ্বিধান্বিত পেন্ডুলাম কিম্বা দুর্বল জেলিফিশ,
জলের অভিলাষে কেবলই বয়ে চলা।


তুমি যে কেন আমায় মানুষ ভাবলে?
ভালোই তো ছিলাম-
কাক-কোকিলের গল্প নিয়ে-
শিউলি ফুলের পাপড়িতে জমে থাকা
শিশিরকণা বুঝি স্নিগ্ধতা বাড়ায়!
ধুলোর ঢেউয়ে ভরা কী সব আজগুবি গল্প,-
আমার বিশ্বাস হতে চায় না।


তুমি আমায় শেষ পর্যন্ত মানুষ ভাবলে!
এ ব্যথা আমি এখন কোথায় রাখি,--
বলো তো--?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: মানুষ ভাবাতো ভালো, আপনিও নিজেকে সফল ভাবুন
লেখাটাদারুন হইছে, ++

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

আসাদুজ্জামান পাভেল বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরনীয় মন্তব্য।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

মামুন ইয়াজ দাইন বলেছেন: মানুষ! ফানুস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.