নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নিরাপদ তন্দ্রা

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

নিরাপদ তন্দ্রা


০৭।০৭।২০১১

ঐখানে এ ভাবেই শুয়ে থাকতে হয়, যেন
শুন্যে বিছানো মাচাটিতে অনেকটা নির্ভার জেলে হয়ে
ছিপছিপে অবিরাম বর্ষার দুপুরে শুয়ে থাকতে হয়...
যেমন করে স্খলিত হরিদ্রাভ পাতারা উপুড় হয়ে
পড়ে থাকে আমাদেরই পায়ের ধুলোয়, আমি জানি তা

অমনি করে প্রলম্বিত শীতের ভোরগুলোতে
জলের চেয়ে ভারি শিশিরের নীচে আমাদের বসবাস--
একই রকম পরিনাম হেতু জীবনের শিকড় কোথায় যে
জলের খোঁজে অনন্ত গভীরের হাতছানিতে তলিয়ে যায়!
ভাঁজ করে রাখা চিঠিতে নিশ্চিত হতে চাই, কথারা যেন
গলে না যায়, গড়িয়ে না পড়ে আমাদের অতীত থেকে---

অনেকটা কাল ধরে এভাবেই তো ভেসে থাকতে হয়,
যেখানে যাদু ও বাস্তবতার এক অনাদিকালের খেলা
আমাদেরকে ডুবতে ডুবতে ভাসিয়ে নিয়ে যায় কোনও এক
শ্রাবন-মুখর পরিপূর্ণ পুকুরের পরিসীমায়, পতিত বৃষ্টির ফোঁটা
কী করে যে এতোটা মিহি হয়! জানা হলনা এ জীবনে...

অতঃপর, পরিচিত গলিতে মাথা গলিয়ে দিতে হয়,
নিশ্চিত আলোকময় প্রান্ত জেনেও এই অপরূপ আঁধারে,
জলময় আধারে আরও কিছুকাল শুয়ে থাকতে ইচ্ছে হয়,
তবুও তো বিপরীত আবেগে গলে যেতে হয়--
সেও তো ঠিক এভাবেই, যেমনটা ফাঁদ পেতেছে
আমাদের পূর্ব জনকের সঘন মন্থন। আমাদের চিন্তার
পরিধি বুঝি এ ভাবেই নির্ধারিত হয়ে থাকে একদিন,
ঠিক এভাবেই কি? ঠিক এই ভাবে!!...

*******
দায় স্বীকারঃ 'নিরাপদ তন্দ্রা' নামে মাহমুদুল হকের একটি উৎকৃষ্ট উপন্যাস রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

মামুন ইয়াজ দাইন বলেছেন: অসাধারন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.