নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শিশুপাঠ

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৭

শিশুপাঠ
১০.০৬.২০১১

আমার তো বিচূর্ণ হবার কথা ছিল
অথচ, কেমন বিচিত্র নেশায় বুঁদ হয়ে
নিজেকে মেলে ধরেছি কল্পনার মুকুরে,
যেন অবয়বহীন কোন হাইড্রা,
ডিগবাজিতে বেশুমার পারঙ্গম...
আমাদের তো কেবলি শেখানো হয়েছে
কী করে লুকোতে হয় নোংরা গর্তে

আমার তো চৌচির হবার কথা ছিল
তবু তো অনায়েশে ধারাপাতের ছাঁচে
ঢুকে গেছি, টের পাইনি কোনোমতেই
অবাক না হয়ে উপায় কী, যখন
নিজের বানানো কুপকে স্বচ্ছ দীঘি ভেবে
আরও খানিক ডুবসাঁতারে মজে থাকতে
কে যেন হায় মিথ্যা-মিত্থ্যি রান্না বাটির
মায়া ছড়িয়ে দেয়... আমারই চাঁড়াল মাথায়

আমার যে শীর্ণ ধুলো হবার কথা ছিল
ত্রসরেণু হয়ে চিকণ আলোর সিঁড়িতে
অচঞ্চল ম্রিয়মান ভেসে বেড়ানো, খুব
মহান চাওয়া হয়তো ছিল না, অথচ
কী করে জানবো অমন খেয়ালে তৈরি করা
ঘরের চালের ফুটো এমনি তামাশা করবে
বেকুবের মতো নিজের ভিজে যাওয়া দেখি

আমার তো খড়কুটো হবার কথা ছিল
বিচালির অবহেলায় পড়ে থাকার মতো
অশক্ত প্রায় হাল্কা এক জীবনের প্রয়াশে
নিরন্তর স্থির আবেশে থাকতে থাকতে
কখন যে গলার ফাঁশ হতে পাকানো দড়ি
হয়ে গেছি, টের পাই নি... সামনে পড়ে থাকা
নিথর শরীরটি দেখে তাই চুপ হয়ে যেতে হয়…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

সজল-আহমেদ বলেছেন: অনবদ্য!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

মামুন ইয়াজ দাইন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.