নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বাতাসের দালান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮

বাতাসের দালান

(রুদ্র-কে লেখা তসলিমার চিটি' - পড়ে)


কবিদের ভালবাসতে নেই
তাদের সংসার-চিন্তা নেই যে কোনো
কখনো ঘাসফুল কখনো মুকুল
আবার কখনো আকাশের পেঁজা তুলো
ঘ্রাণে-বাতাসে উড়ে বেড়াবার নেশা তার
কবিদের ঠিকানা হয় বুঝি.....

কবিদের সাথে ঘর বাঁধতে নেই
আলু-চালের দামে যে উনুনের আলো
কমে-বাড়ে এ গণিত সে কোত্থেকে শিখবে
ঐকিকের ভীতি তার সেই কবে থেকেই
সংসার করতে অংক জানতে হয় বুঝি...

কবিদের বিশ্বাস করতে নেই
'পশ্চিমের মেঘে সোনার সিংহে ' - সে দেখে
কোন সর্বনাশের ভূত
কে আর ডেকে আনে অমন অপয়া অসুখ
এক আঁচলের আড়ালে কনে দেখার আলোয়
কে আর দেখে ওপর নারীর মুখ
সাইত্রিশের জমিতে ডুবে থাকা একছত্র সনেট
কোন ছুরিতে কেটে কুচি কুচি করে বসে
খেলাঘরের খুঁটিতে প্রতীতি জড়িয়ে থাকে বুঝি


কবিদের ভালবাসতে নেই
' কভি নেহী'
সে বরং থাকুক
আকাশে-বাতাসে
ঘাসে- নিশ্বাসে
পেঁজা তুলোয়
কমলালেবুর খোসায়
গিঠ দেওয়া আচলের খুঁটে
অথবা মলিন চিরকুটে

**************************


** 'পশ্চিমের মেঘে সোনার সিংহ' নামে শাহাদুজ্জামানের একটি গল্পগ্রন্থ আছে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


তসলিমাও কবি, মুরগীও পাখী, ডোডোও বুদ্ধিজীবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.