নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভ্যানিটি ব্যাগ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৯

ভ্যানিটি ব্যাগ
১১.১২.২০০৯


ঝপাৎ করে ছুঁড়ে দেয়া তোমার ভ্যানিটি ব্যাগটা
কেদারায় কেমন বেকায়দায় হেলে থাকে
সে দিকে তাকিয়ে আমার কেমন যেন হাসি পায়
মনে হয় পর্ণ ম্যাগাজিনের মলাটে কোন এক উর্বশী
কাঁত হয়ে বেশ একখানা নিদ্রা হন্তারক পোজ দিচ্ছে

আড় চোখে আমি সেদিকে খানিক তাকাই
যেন সত্যি সত্যিই ব্লু-টুথে টেনে নেয়া
নিষিদ্ধ ভিডিও ক্লিপ দেখছি কোন
কাঁত হয়ে থাকা ভ্যানিটি ব্যাগটি দাঁত বের করে হাসে
ভ্যানিটি ব্যাগের কি দন্ত আছে কোন!

আরও একটু সাহসী হয়ে তারপর তাকাই তোমার দিকে
খানিক আগের চঞ্চলতায় তোমার অমন সেয়ানা বুকটা
লাফিয়ে লাফিয়ে ওঠে, তবে কি উদ্বেলিত তোমার বুক
উদ্বেলিত নাকি দলিত? তোমার অমন বেয়ারা চিম্বুক বুক

আর সাহসে কুলোয় না আমার, ধীর- ব্যাঙয়ের মতো
দৃষ্টি দুর্বল হয়ে গেলে সুড়ুত করে তা আবার ঢুকে পড়ে
কাঁত হয়ে থাকা তোমার আধুনিক বটুয়ার অন্ধকারে
দুমড়ানো দাঁত চোখে পড়ে যেন
আসলে কি দাঁত নাকি পিচ্ছিল ডটেট কোন বেলুনের মোড়ক
লুকোতে গিয়েও বুঝি পণ্যস্ত্রীর মতো হাসে সে
দম বন্ধ করে আমি নিজের অসাড়তাকে
তির্যক কণ্ঠে বলি, ও ফানুসের দেয়ালে দেয়ালে
লটকে থাকবে অন্য কোন তাগড়া কবির শিশ্নাচার
তুমি তো বুড়ো খোকার আর্তনাদ ছাড়া অন্য কিছু নও

লিলিথ, ( সত্যিই তুমি এমন বদলে গেলে!)
তোমার ভ্যানিটি ব্যাগের গহ্বরে তাই আমার এতো ক্লান্তি ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪২

কাঠমিস্ত্রি বলেছেন: সুন্দর হয়েছে।

তির্যক কণ্ঠে বলি, ও ফানুসের দেয়ালে দেয়ালে
লটকে থাকবে অন্য কোন তাগড়া কবির শিশ্নাচার
তুমি তো বুড়ো খোকার আর্তনাদ ছাড়া অন্য কিছু নও
লিলিথ, ( সত্যিই তুমি এমন বদলে গেলে!)
তোমার ভ্যানিটি ব্যাগের গহ্বরে তাই আমার এতো ক্লান্তি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.