নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জীবন, প্রিয় ভ্যালেন্টাইন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

জীবন, প্রিয় ভ্যালেন্টাইন
************

আহ, আজ কান্নায় ভিজে যাবার দিন
রাত্রিকালীন অনুযোগ ফুরালে পরে বুঝি
থেকে যায় একেকটি দীর্ঘশ্বাস, ঠিক নাকের
তরুণাস্থির নিচে; জীবন হে, ক্রমাগত কুঠারাঘাত
হেনেছ, নরম মাস্তুলে, তুলে ধরে করেছো প্রহার
সপাং সপাং , তবু তোমাকেই উপজীব্য করে
বারবার এঁকেছি ভুলের অক্ষরবৃত্ত
স্থিরচিত্রের কোণায় কোণায় ঝুলিয়ে রেখে
মন খারাপের ধুলো, বুজে দেখা অপর চোখের আলোয়
তোমাকেই ভেবেছি সন্তাপের সাম্পান,
অণুঢ়া কাব্য কেটে কুটে পরিমার্জনের দোহাই দিয়ে
এঁটেছি শিল্পকল্পের শিকল
তবু রাত নেমে এলে শিথিল যুক্তিবোধে পরাজয় মেনে নেয় দ্রোহ
আমাদের নিশিগুলো বুঝি সমর্পণের হয়,
হয়ে ওঠে সমঝোতার আখর, আখেরের হাতছানী।
তবু জিন্দেগী, প্রতিটি শুরুতেই
তোমাকে বলি, আহ আজ কান্নায় ভিজে যাবার দিন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.