নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অন্য ফাগুণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

অন্য ফাগুণ
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
********************

কোন রঙে রাঙাবো মন আমি,
নির্বাসনের অর্গল অনর্গল বুলি কপচায় যখন,
মানাচ্ছে না, একেবারেই মানাচ্ছে না তোকে এই দরিয়ায়
শতছিন্ন পাল, নড়বড়ে মাস্তুল, প্রাচীন বৈঠা-
মানানসই নয় মোটেই, কোন রঙে তবু ভেজাবো নিজেকে?

কোন ঘরেতে ফিরবো বল, কোন আঙিনার দোরে
পোকায় বিনষ্ট ধানের খোসায় ভরে আছে উঠোন,
বীজহীন ফসল উনুনের তাপই বাড়ায় কেবল,
পুড়ে খাক হয়ে যাক, স্বপ্ন-বাড়ির ব্যালকনি-চৌকাঠ- করিডোর
ঘর তো আসলে কবরেরই পাঁয়তারা

কোন নীরবতায় ডুবতে বল আমায়
কোন আঁধারের গানে,
গান তো কেবল বিড়বিড়ে জাবর কাঁটা
পতনোহংকারে দ্বিধাময় অপয়া অন্তহীন অভিধানে
নিরেট বুলেট ঝাঁঝরা করে বুক, তীব্র গরম ধাতু
এফোঁড় ওফোঁড় করে দেওয়া রক্তনীলের গ্লানি
এ অবেলার কিম্ভূত নিয়ত হলি খেলা
কার কাঁধ কতটুকু উঁচু,
দেখতে চায় না মন আর

কোন ঘুম ঘুমাতে বল তুমি,
কোন নিদ্রা বসবে আমার চোখে
সিঁধ কাঁটা চারপাশ সুনিপুণ শক্ত শাবলে
ঘুম-জাগরণ ডুবসাঁতারের ধারাপাতে
ঢেঁকির তালে গুনগুণ করে বিহ্বল হতচ্ছাড়া
ঘুমের বণিক অনেক আগেই তো গ্রাম ছাড়া

কোন ফাগুণ দেখতে বল আমায়
অনেক আগুন নিয়ে ঝুরির ভিতর
ঘুনের মতো আরেক ফাগুণ কাটে আমার বুক,
ক্ষুধার্থ পঙ্গপালের মতো চোখের কোটর খেয়ে চলে
অহ-রাত্রি-কাল, দেখা হয় না আরেক সকাল
ফাগুণ রঙে দেখি আজব এক অন্ধকার

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই তৃষ্ণার্ত কবি বক্ষে বিষাদিত বাস্তবতার বেড়াজাল,
শুভকামনা রইল হে কবি, ফিরে আসুক আলোমাখা সকাল।

মুগ্ধ আপনার কাব্য কথায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.