নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সেই তর্জনী

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

সেই তর্জনী
(৭ মার্চকে স্মরণ করে)
*************
ছাপিয়ে যাওয়া মানব ঝড়
পেরিয়ে যাওয়া গ্রাম নগর
হারিয়ে যাওয়া বোধ অনুরোধ
বুকের মাঝে জমা ক্রোধ
চোখের কোণে অটুট আশা
দিনবদলের কীর্তিনাশা
দু’যুগ জুড়ে আঁটা খিল
দাশকাব্যের অন্তমিল
সাত-কোটি ফুল জমাট ধুলো
এবার কবি আঙুল তুলো
যে ময়দানে রেসের মেলা
তার উঠোনেই এমন খেলা
অযুত মাথা গোণা যায় কি
মাথা-বুক সব এক জানো কি
বীর বাঙালি কান পেতে রয়
ইথার কিম্বা তারের আলয়
কখন আসেন সেই মহাজন
লোহিত কণায় অনুরণন
সেই দিবসের অপর বেলায়
যাদুকরের মোহন কথায়
কথার পিঠে এমন কথা
দিক বেদিক দোলে জনতা
কবি তোলেন হাত উপরে
অমানিশার শেষ প্রহরে
সেই আঙ্গুলেই ঘোষিত হয়
চারণ কবির অমোঘ সারগাম
স্বাধীনতা আর মুক্তির গান
পরিচয়ের সমার্থ নাম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.