নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ একা হবার গল্প

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

একা হবার গল্প
*****************


একা হবার গল্পগুলো কেউ জানে না
শীতের রাতে লন্ঠনের আলো মৃদু হয়ে গেলে
আমরা তবুও সেই অপস্রিয়মাণ আলোতেই
নিবিড় চোখে আত্মমগ্ন হই, পয়েন্টস-ম্যানের বলিরেখা
ফোকাসের বাইরে মিলিয়ে যায়,
শেষ ট্রেনের অলস দীর্ঘ নিঃশ্বাসের মতোই, স্লথ হয়ে যায়
সে চলে যায় মধ্য-আঁধারে, ধীরে ধীরে

একা হবার নির্জনতাটুকু কেউ বোঝে না
শিশির নাকি বৃষ্টি, কোনটি শিথিল অথবা ভারি
সে বিচারের নৈকট্য আবিষ্কারের কলা অবগত হতে হতে
নিঃশেষ হওয়া দিনরাত্রি আমাদের কাঁদিয়ে মারে
শব্দহীন হাজার প্রশ্নের নির্জনতাটুকু রয়ে যায় অধরা
আমাদের অমল ধারাপাতের পাতায় পাতায়

নিবিড় হবার একাগ্রতাতুকু কেউ দেখে না
মগ্নচৈতন্যের সে শিস বেজে যায় নিরন্তর
তবু একেকটি শালিখ নিমগ্ন হয়ে বসে থাকে ডালে ঠায়,
তুষারিত অভিমানে জোড়া বাঁধে না কোনোদিন
ওপর শালিখটি যদিও আসে বিনিদ্র পেঁচার মতো
উড়ে-ধেয়ে কিম্বা বুকে হেঁটে, একাগ্র হয়ে

একা হবার গল্পগুলো তবু অজানাই রয়ে যায়
অগল্পের আলোয়ানে মোড়া একেকটি নিভৃত কান্নার মতো
একা হবার গল্পগুলো একাকীত্বেই লুকায়
একা হেঁটে যাবার অনন্ত অভিলাষে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: একাকীত্বের এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর খুঁজে পাবে না।

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

২| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৫

হাবিব বলেছেন: আমি কখনো একা হইনা, আমি আমার নিজের সাথেই আড্ডা দেই সব সময়

৩| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৪| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: রাতে একবার পড়লাম।
এখন সকালে একবার পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.