নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০

কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার

মার্চ ১৭, ২০১৫
***************

হতে পারে,
কথারা সব রঙের ছোঁয়ায়
মালিন্য কাটিয়ে উঠছে
পদ্ম-রাগে হিমন এসে
মনের খোড়াক বুনছে
কত্থক বুঝি তালের নায়ে
মনিপুরকে ঠিক ডাকছে
এক মুহুর্তে মিলিয়ে যাওয়া
পিছুটান শুধুই হাসছে

হতে পারে,
অপর কোনো দিগন্তালো
অনাদিকালের স্রোতে ভাসছে
মিহি সুরের গানের আখর
শেষের কবিতাটাই আঁকছে
তন্দ্রায়োজনে পথ্যটা তাই
রোজই থাকছে হাজির
পথের ধুলোয় সর্দি-কাশি,
ধীর-ব্যাঙ এলার্জিতে অস্থির

হতে পারে,
নিবিড়তার নিপুন কাঁটা
গলায় বিঁধে খকখক
উগড়ে ফেলার হাতুড়িতে
রাংতা দেওয়া মোড়ক
হাতের রেখায় ভাসিয়ে
দেওয়া জন্মান্তরের খেয়া
ভেসে যায় এদিক ওদিক
শৈশবের আলেয়া


হতে পারে
আরেক সকাল
দরজার ওপাশে স্থানু
কড়া নেড়ে কালের ধ্বনি
অবিকল নতজানু
আমরা কবে হয়ে গেলাম
তুমি-আমিতে আলাদা
অর্ধেক তোমার রইলো পড়ে,
বাকিটা আমার আধা

হতে পারে,
এ-ই শ্রেয়, অত:পর
'বাকিটা সময় এমনিই তো হয়'
নিজের পরিসরে বুনোট নকশায়
ধুসর পরিচয়
ক্ষয়ে যায় জনান্তিকে
' এইসব মহৎ মিথ্যাচার'
কিছু ভুল তোমার ছিলো
কিছুটা নিশ্চয়ই আমার.....
************
পুনশ্চ: 'এই সব মহৎ মিথ্যাচার' নামে কবি ওবায়দুর রহমানের একটি কাব্য গ্রন্থ রয়েছে....।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৪

আকতার আর হোসাইন বলেছেন:
হতে পারে..

খুব ভালো লাগলো

২| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৪

নূর আলম হিরণ বলেছেন: মানুষের জীবনে চলার পথে অনেক কিছুই হতে পারে। কবিতা ভালো লেগেছে।

৩| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৭

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুয়ে গেল।

৪| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.