নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জ্যোতির্ময় গোলক, নরম

২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:২২

জ্যোতির্ময় গোলক, নরম
ফেব্রুয়ারি ৫, ২০১৯
********

তোমার স্তন যুগলকে আমি জোড়া ঘুঘু বলে ডাকি
খোসা ছাড়ানো উষ্ণ ডিমের মতো নিলাভ-সাদা, বৃহৎ
সে মাংসপিণ্ড নিথর হয়েও কেমন সরব, দাম্ভিক
উর্বশীর মতো কতই বা ঢঙে নিবিড় নাচ দেখিয়ে যায়
তারই সুঘ্রান মেখে থাকে আমার আঙুলের ফাঁকে ফাঁকে,
রেনুর মতো পিছলে পিছলে যায় সে অনুভূতি
তোমার সাদা স্তনে আমি নিদ্রার মতো শান্তি দেখি

তোমার জোড়া জ্যোতির্ময় বর্তুল গোলকে খেলা করে
কল্পনার তুলি, গল্পের খসড়া, নিশুতি রাতের রক্তিম রহস্য
প্রলম্বিত অধপতনের রেখা আরও টেনে লম্বা করে তোলে
একেকটি স্তনের বৃন্ত, লালাভ-বাদামী,
যেন পায়েশের উপর ডুব-সাঁতারে ভেসে থাকা
ব্রাউন কিসমিস, ভেজা শেমিজেয় আভায় রঞ্জিত পাশাখেলা
শেষ হতে চায় না, ফুলে ওঠা মশারির কার্নিশ

তোমার স্তনে নাক ডুবিয়ে তুলে নিতে হয়
প্রতিটি যুদ্ধের রশদ, সাবমেরিনের নিমজ্জিত দূরবীন
জল-স্থলের মাঝামাঝি স্থির দাঁড়িয়ে আক্ষেপের তুরুপ
লুকিয়ে রাখি আস্তিনের খোপে, তসবী টিপে টিপে
গুনে নেই বয়সের দিনলিপি, কল্প-লোকের পঞ্জিকা
তোমার স্তনে লিখে রাখি অনাদিকালের কাব্য
গীত না হওয়া আমাদের মেহনের আনকোরা গান
অনাঘ্রাতা জোড়া ঘুঘুর মতো ডেকে যায় সারা দুপুর
তারই ক্রন্দন আমাকে ক্রমাগত কাহিল করে ফেলে
তোমার বুকের শিশিরে জমাই আমার একজীবনের যন্ত্রণা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: খুব সুন্দর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.