নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাব্য এবং পদ্ম, পদ্য নয় কিন্তু...

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

কাব্য এবং পদ্ম, পদ্য নয় কিন্তু...
জানুয়ারি ২৯, ২০১৮
********************
অহেতুক অভিসম্পাত হেতু যে পদ্মের জন্ম হয়
তাকে ঘৃণা ছাড়া আর কিই বা নাম দেওয়া যায়
জেনেছি, পদ্ম নাকি কখনো জল নিমগ্ন হয় না
যত অতল তত লম্বা তার সজল ডাঁটা, জলের

উপরেই বাতাসে সে দুলতে থাকে এদিকওদিক
আমাদের নিরন্তর ঈর্ষা-বাক্য যেন জলের মতোই
যতই বাড়ে তার গভীরতা, ততই তার অভিলাষ
জলের উপরে ভেসে থাকা লোটাসের পাপড়ির মতো

সকল সজলতার বাইরেও যে মাথা বের করে রাখে
প্রেমের প্রথমার্ধে কাউকে পদ্ম উপহার দিতে শুনি নি
সে ফুলের সুস্মিতা কেবল কবিতাতেই শোভা পায়
তবে কি কবিতা-ফুল-কিম্বা ঘৃণার আধার আলাদা নয়

যেমন দিন আর রাত বলে আদতে আলাদা কিছুই নেই
সবই কেবল শব্দের জাদুকরী খেলা, অহেতুক নাড়াচাড়া

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

৩| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.