নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আসাদুজ্জামান পাভেল

নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।

আসাদুজ্জামান পাভেল › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালবাসবো বলে

১৪ ই আগস্ট, ২০২১ রাত ২:৩১

তোমাকে ভালবাসবো বলে
*******************
তোমাকে ভালবাসবো বলে,
সারারাত জমিয়ে রেখেছি শিশির
শিউলির পাপড়িতে রেখেছি অনন্ত নিদ্রা,
ঘাসের ডগায় ফড়িঙের নিঃসংকোচ ওড়াউড়ি, নিশ্চিত করেছি
ফুলে ওঠা আকাশের বিছানায় চোখ খুলে শুয়ে থেকেছি কল্পান্ত কাল
তোমাকে ভালবাসবো বলে

তোমাকে ভালোবাসবো বলে,
অপরাহ্ণের আলস্যকে বারণ করেছি উঠোনে আসতে
ভিজে আঙিনায় নরম রোদ্দুর খেলা করুক, চাই নি
বলেছি, আজ তোমার ছুটি, চলে যাও নিরুদ্দেশ
যেখানে খেলা করে মেঘ আর বাতাসের বাহারি শিফন
এ দুপুর কেবল আমাদের হোক,
শুধু তোমাকে ভালোবাসবো বলে

তোমাকে ভালোবাসবো বলে,
আমি অতলান্ত থেকে টেনে তুলেছি নৌকো
জল সেঁচে তকতকে করার সে কী প্রাণান্ত চেষ্টা আমার
মধ্য বিকেলের বিল থেকে তুলে এনেছি সজল সবুজ শাপলা
গলুই-এ সাজিয়েছি আমাদের পারলৌকিক শয্যা
তোমাকে ভালোবাসবো বলে

তোমাকে ভালবাসবো বলে,
সেঁজুতি জ্বালাতে ভুলে গেছি
জোনাকির আলোয় ভেঙ্গেছি আজন্ম ওয়াদা
কী এক অজানা নিশুতি পোকার মতো চক্রাকারে ঘুরে ঘুরে
পড়েছি তালপাতার পুঁথির, আওড়েছি কাব্যগাঁথা; রজনীর রূপকথা,
এক রাজপুত্র আর এক রাজকন্যার অপেক্ষার গল্প, ব্যথার গান
তোমাকে ভালবাসবো বলে

তোমাকে ভালোবাসবো বলে,
লখিন্দরের মতো মরে আছি এতোটা কাল
কিছুটা জলে, কিছুটা ভেলায়
তোমার আধা সাদা, আধা রঙিন আঁচলের সীমানায় দুলেছি সারাজীবন
কবে আমাদের পাপস্খলন হবে, কবে পাবো মুক্তি
আমাদের মিলন পুরো একটা জীবন বিলম্বিত করে দিলাম
তোমাকে না পাওয়ার ভয়ে, এই আমার আত্ম-নিমগ্ন দিব্যি
সে তো তোমাকে ভালবাসবো বলেই
***
আগস্ট ১২, ২০২১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ২:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, অসাধারণ...
ধন্যবাদ...

২| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৪

রানার ব্লগ বলেছেন: তোমাকে ভালোবাসবো বলে
প্রমত্ত পদ্মার বুক চিড়ে দাঁড়িয়ে থাকা
সেতুর অস্তিত্বে দিয়েছি ঠোক্কর।

B-) B-) B-) B-) B-) B-)


বেশ হয়েছে কিন্তু !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.