![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।
মুখবন্ধঃ যারা এই পোস্ট আগেও দেখেছেন তারা দূরে থাকুন।
আগে দেখে থাকতেই পারেন। কারন এই ছবিগুলো খুব কমন। তাছারা, এই ছবি গুলো যখন তোলা হয়েছে, তখন আমার জন্মই হয়নি। আপনি যদি পারিবারিকভাবে পরিচিত হয়ে থাকেন তাহলে তো দেখা বাদই দিলাম, হয়ত কোন ফটো কার্টেসী আপনারই হবে।
সে যাই হোক, আপনি যেভাবেই দেখে থাকুননা কেন সেটা বিষয় না।
তাই বলে আরেক পোস্টে ‘বুকচুদ পোস্ট; মার্কা মন্তব্য করে ভাব দেখানোর পক্ষে আমি নেই।
এই পোস্টটি তাদের জন্য যারা আগে এই ছবি দেখেননি।
কাউকে উৎসাহিত করার মানসিকতা যদি না থাকে, নিরুৎসাহিত করা তার সাজে বলে আমি মনে করি না।
ধন্যবাদ।
এবার দেখতে থাকি......
১.
এটা কে জানেন??
ধুম ৩ এর আমির খান।
২.
উনি ঐশ্বরিয়া রায়। যিনি এখন বচ্চন পরিবারের সদস্য।
৩.
এক সময়ে যিনি একতরফা ভাবে দাপট করে গিয়েছিলেন, এটা সেই অমিতাভ বচ্চনের ছবি।
৪.
ওম শান্তি ওমে অভিষেক হওয়া দীপিকা পারুকনের ছবি এটা। কি মিষ্টি তাইনা?
৫.
সাম্প্রতিক মুক্তি পাওয়া কৃশ ৩ ছবির নায়ক হ্রিতিকের ছবি এটা।
৬.
জন আব্রাহামের বাচ্চা কালের ছবি।
৭.
অজয় দেভগনের বৌ কাজল তার ছেলে বেলায়। স্যরি, মেয়ে বেলায়।
৮.
কারিনা কাপুরের ছবি।
৯.
ছোট বেলায় কত কিউট ছিল ক্যাটরিনা কাইফ। এখনও দেখতে সেই রকমই আছে।
১০.
রনবীর কাপুর। উনিও কিন্তু তেমন বদলায়নি। তাইনা?
১১.
রানী মুখারজী এর ছবি।
১২.
এই লুতুপুতু বাবুটা কে জানেন??? চেনা যাচ্ছেনা বুঝি? আমি সাহায্য করছি।
এই মানুষটা ওয়ান্টেড মুভি এর নায়ক।
জি, ঠিক ধরেছেন। উনি সালমান খান।
১৩.
সঞ্জয় দত্তের ছুডো বেলার ফুডো।
১৪.
ম্যায় হু না ছবির নায়িকা ছিলেন তিনি। এটা সুস্মিতা সেনের ছবি।
১৫. উপড়ের ১৪টা দেখার পরেও কি যেন দেখেননি এমন লাগছে???
লাগবেই তো। কারন আপনি এখনও মান্নাতের মালিক, কিং খানের ছবিই দেখেননি।
দেখুন।
পোস্টটি আপনাদের ভাল লাগলে আমারও ভাল লাগবে।
আপনাদের জন্যই তো আমার এতকিছু করা।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সাইফুর রহমান পায়েল বলেছেন:
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
একজন ঘূণপোকা বলেছেন: চ্রম
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সাইফুর রহমান পায়েল বলেছেন:
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
জনাব মাহাবুব বলেছেন: সুন্দর কালেকশন। সোজা প্রিয়তে
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
প্রান্তিক জন বলেছেন: মজা্ পাইলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
লেখোয়াড় বলেছেন:
ভাল কালেকশান।
যারা আগে দেখেনি তাদের জন্য ভাল হয়েছে।
+++++++++++++++++++++++++++++++++
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
সাইফুর রহমান পায়েল বলেছেন: তাদের জন্যই এই লেখাটা।
ধন্যবাদ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
ব্লগার রানা বলেছেন: সে রকম লাগলো
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
এয়ী বলেছেন: সুন্দর পোস্ট!!! দেখে খুব ভালো লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
ধন্যবাদ।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: সুন্দর !!
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট! কয়েক জনের চেহারা পরিবর্তন হয়নি।
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: কয়েকজন ঠিক যেন এখনকার মতই।
ধন্যবাদ।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২
খেয়া ঘাট বলেছেন: ভাল কালেকশান।
+++++++++++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: + এর জন্য ধন্যবাদ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সালমান আর কারিনা ছাড়া আর বাকি সবাইরে চিনা গেছে
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
শীলা শিপা বলেছেন: সুন্দর পোস্ট... ৩ জন ছাড়া বাকিদের চিনতে পেরেছিলাম...
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫
ভিনদেশী এক তারা বলেছেন: সালমান খান এর ছোটবেলার ছবি দেখে আসলেই টাস্কিত
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
সাইফুর রহমান পায়েল বলেছেন: আমিও টাস্কিত হয়েছিলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
মধু নদীর জোলা বলেছেন: +++++