![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।
জেমস হিন্দি ওয়ার্নিং এর বেবাসি গানের পরে এবার বাংলা মুভি “ওয়ার্নিং” এ গান গেয়েছেন। সাধারন ভাবেই বোঝা যায় তার গান খারাপ হওয়ার কথা না। আমার গানটা ভাল লেগেছে। আপনাদেরও ভাল লাগবে বলে আশা করি।
নেটে এখনও লিরিকস পেলাম না। তাই কার অপেক্ষা না করে আমিই লিরিকস দিয়ে দিলাম।
এত কষ্ট, জেমস (ওয়ার্নিং মুভি বাংলা) লিরিকস
----------------------------------------------------------------
এত কষ্ট কষ্ট লাগে
কেন অন্তরে,
যেন কাণ্ণা,কবিতা ।
তবু হাসতে হাসতে কাদি
আমি ভুল করে ,
আঁকি ব্যাথা ছবিটা ---- ২
পাবো হায় সুখের দেখা কি
নিঃসঙ্গ এই আমি একাকী।----২
কেউ জানে কী—২
কতটাই আমি
আজ একাকী।
কেউ জানে জানে কি, কেউ জানে কি,
কতটাই আমি
আজ একাকী?
--------------------------
লা লা লা লা
কি ঝরে পরেছি,
একাকি মরেছি
গিয়েছি ভেঙ্গে চুরে,
পৃথিবী জানেনা হৃদয়ও মানে না
হয়েছি ভবঘুরে-----২
পাবো হায় সুখের দেখাকি?
নিঃসঙ্গ এই আমি একাকী?-----২
কেউ জানে কি?---২
কতটাই আমি আজ একাকী?
কেউ জানে জানে কি, কেউ জানে কি,
কতটাই আমি
আজ একাকী?
ফেবুতে গানটি।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
সঞ্জয় নিপু বলেছেন: ভাল লাগলো ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
ল্যাটিচুড বলেছেন: গুড শেয়ারিং - ধন্যবাদ
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: গুড শেয়ারিং