![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।
পোস্টটি যারা জানেন না তাদের জন্য। পন্ডিত ব্যক্তি যারা তারা দূরে থাকুন।
আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে Youtube ও facebook থেকে কোন সফটওয়্যার ব্যাবহার করা ছারাই ভিডিও নামান যায়। চাইলে mp3 ফরমেটেও নামাতে পারবেন।
কিভাবে ভিডিও বা mp3 নামাবেনঃ
প্রথমে ইউটিউব বা ফেসবুকের ভিডিওটি ওপেন করুন।
এবার লিঙ্কটি কপি করুন।
তারপরে এই লিঙ্ক যান।
এবার কপি করা লিঙ্কটি খালি জায়গায় পেস্ট করুন ও ফরম্যাট সিলেক্ট করুন। ছবির মত। এবার ডাউনলোডে ক্লিক করুন, এর পরে দেখুন ‘নিচে ডাউনলোড দিস ভিডিও’ লেখা এসেছে, ওখানে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আপনার ভিডিও ডাউনলোড হচ্ছে দেখুন।
এই সাইট থেকে mp3 (ছবি দেখুন) ও নামানো যাবে।
তবুও mp3 নামানোর আরেকটা উপায় নিচে দেয়া হল।
কিভাবে Youtube থেকে mp3 ফরমেট নামাবেনঃ
প্রথমে ইউটিউবের ভিডিওটি ওপেন করুন।
এবার লিঙ্কটি কপি করুন।
তারপরে এই লিঙ্ক যান।
এবার কপি করা লিঙ্কটি জায়গামত পেস্ট করুন। তারপরে “কনভার্ট ভিডিও” তে ক্লিক করুন। অপেক্ষা করুন, আপনার দেয়া লিঙ্কের ঠিক উপরে দেখুন ডাউনলোড অপশন দিয়েছে। জায়গামত ক্লিক করেন আর ফাইলটি নামান।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬
সাফরিনলিপি২ বলেছেন: ভাল লাগলো !!
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২
এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রিয়তে রাখলাম ।
আপনাকে অভিন্দন ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
ক্ষতিগ্রস্থ বলেছেন: ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
সাইফুর রহমান পায়েল বলেছেন: Welcome.
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা এবং প্রিয়তে রাখা