![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।
খবরঃ ইন্ডিয়া ও নিউজিল্যান্ড এর ম্যাচে ইন্ডিয়ার বড় ধরনের পরাজয় বরন।
এই খেলার পরে যে সকল সিদ্ধান্ত আইআইসি নামক অপদার্থ নিতে পারে।
১। ইন্ডিয়ার খেলোয়াড় গন এর দাবীর প্রেক্ষিতে ৪টি উইকেট পাওয়া MJ Santner এর বোলিং এ সমস্যা পাওয়া যাবে।
২। IS Sodhi ও NL McCullum এর ৩ ও ২ করে উইকেট পাওয়ার জন্য ইন্ডিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের আর কোন ম্যাচ তারা খেলতে পারবেনা।
৩। পরবর্তী ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং এর সময় পাওয়ার প্লে এর সময় কোন আউট অবশ্যই নো বল হিসেবে গন্য করা হবে এবং এই নো বলের কারনে ফ্রি হিট পাবে পরের ২টি বলে।
৪। রোহিত, ধনী ও কোহলী এর আউট কোন ভাবেই একবারে হবে না। তাদের ২ বার করে আউট করতে হবে।
৫। নিউজিল্যান্ড কে অবশ্যই সেমি তে হারতে হবে যদি তারা কোয়ালিফাই হয়।
৬। ইন্ডিয়ার বোলিং এর ক্ষেত্রে নো বল নেই, ফ্রি হিটের প্রশ্নই আসবে না।
৭।। ইন্ডিয়ান বোলার উইকেট নিলে সেটা ২ বল হিসেবে কাউন্ট করা হবে।
৮। তাসকিন ও সানি পরিক্ষার ফলাফল না পেয়ে আর খেলতে পারবে না, ফলাফল অবশ্যই ফাইনালের পরে দেয়া হবে।
৯। ইন্ডিয়ার বিপক্ষে ৩ বা তার বেশি উইকেট নিলে বা ব্যাটিং এ ৫০ রান করলে তাকে এই বিশকাপ থেকে বহিস্কার করা হবে।
১০। ইন্ডিয়ার বিশ্বকাপ নেয়ার পথে বাধা হয় এমন কোন কিছুই আইসিসি মেনে নিবে না এবং যে কোন ধরনের পদক্ষেপ তারা কোন কারন না দেখিয়েই গ্রহন করতে পারবে। এ বিষয়ে ইন্ডিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে এবং তারা যা বলবে সেটা আইসিসি বলেছে হিসেবে বিবেচনা করা হবে।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৪
সাইফুর রহমান পায়েল বলেছেন:
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২
গেম চেঞ্জার বলেছেন: এমন হলে সবাই খেলা ছেড়ে দেবে।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫
সাইফুর রহমান পায়েল বলেছেন: হচ্ছেই তো.
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩
দূর্জয় হাফিজ বলেছেন: তাই করা হোক......।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬
সাইফুর রহমান পায়েল বলেছেন: হবে
৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
মাহমুদা আক্তার সুমা বলেছেন: প্রানের কথা কইলেন। সাধু সাধু।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬
সাইফুর রহমান পায়েল বলেছেন:
৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
আম আদমি বলেছেন: রাইত বিরাইতে কত্ত গুলি হাচা কথা কইলেন ভাই। মজা পেলুম।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭
সাইফুর রহমান পায়েল বলেছেন:
৬| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। আল্লাহর মার, দুনিয়ার বার। ফাঁপা অহংকার আর কারসাজি করে আইসিসির (ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) আয়ু আর কতদিন?
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭
সাইফুর রহমান পায়েল বলেছেন:
৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: হা হা হা
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৪
সাইফুর রহমান পায়েল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
আজব পাগল বলেছেন: hahaha