নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

webprogrammingtips.com

অৈথ

ফালগুন

অৈথ › বিস্তারিত পোস্টঃ

কারাগারে যৌন নির্যাতন করেছেন সাকা চৌধুরী!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে কারাগারে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।



কাশিমপুর কারাগারে পার্ট-১ থাকা অবস্থায় তার একজন সেবক এ নির্যাতনের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। ওই সেবককে তিনি জামিনের লোভ দেখিয়ে এসব কাজ করেছেন বলে জানা গেছে।



সাকা চৌধুরীর এসব ‘কুকর্মে’ বিষয় উল্লেখ করে কারা মহা পরিদর্শককে কাছে অভিযোগপত্র দিয়েছে ভুক্তভূগীর বাবা।



অভিযোগে যা বলা হয়েছে:



বিষয়: বিকৃত যৌন কুরুচি সম্পন্ন রাজাকার সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) কুকর্ম প্রসঙ্গে।





জনাব,



বিনীত নিবেদন এই যে, আমি আঃ সালাম মিয়া, পিতা- আঃ হামিদ মিয়া, থানা+জেলা-শেরপুর। আমার ছেলে মোঃ আলাল মিয়া বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ এ আছে। তাহার কয়েদী নং-৪৯৬৮/এ। আমি গত ১১/০২/২০১৩ ইং তারিখ রোজ সোমবার দুপুর ১.০০ ঘটিকার সময় আমার ছেলের সাথে কারাগারে স্বাক্ষত করি। ছেলে আমাকে দেখেই হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়ে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, তোর কি হয়েছে। তখন সে আমাকে তার সমস্ত কথা বলে এবং দুইটি চিঠি ও একটি ভয়েজ রেকর্ডার দেয়। ছেলে যা বলেছে তা শুনে কোনো বাবাই ঠিক থাকতে পারে না। আমার ছেলে সালাহউদ্দিন চৌধুরী নামে এক বড় লোক, প্রভাবশালী রাজনীতিবিদ এর সেবকের কাজ করত। সে আমার বাচ্চা ছেলেটাকে জামিনের লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের বিকৃত, যৌন কুকর্ম এবং হেন কোনো খারাপ কাজ নাই যা সে করতে দ্বিধাবোধ করত না। সে একজন বড় ধরনের রাজনীতিবিদ হইয়া কিভাবে একটা পশুর মত আমার ছেলের সাথে যৌন কাজে লিপ্ত হয়। সে পশুর চেয়েও আরো জগন্য। সে আমার বাচ্চা ছেলেটাকে দিনের পর দিন যৌন নির্যাতন করে। সে আমার ছেলেটাকে জামিন না করিয়ে আরো তাকে বিনা অপরাধে টাওয়ার নামে কোনো একটা রুমে আটকিয়ে রাখে। বেশ কিছু দিন পর জেলার স্যার আমার ছেলেটাকে টাওয়ার থেকে নামিয়ে আনে। টাওয়ার থেকে নামার পর থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সেবক কালাম ও এক বিডিআর সদস্য হাবিব আমার ছেলেকে নানা রকম ভয়ভীতি দেখায়। তাকে গাজা অথবা নেশা জাতীয় কিছু দিয়ে রিপোর্ট করে প্রশাসনের লোক দিয়ে সারপিট করাবে অথবা জামিনে বাহির হয়ে গেলে তাকে একেবারের জন্য মেরে ফেলার হুমকি দেয়। স্যার আমার ছেলেটা সব সময় খুব আতংকের মধ্যে আছে। এখানকার স্থানীয় প্রশাসনের কাছে জানানো হলেও কোন প্রকার লাভ হয় না। তাই স্যার আপনি আমার ছেলের প্রতি সদয় দৃষ্টি করার জনর‌্য অনুরোধ করছি। সেই সাথে আমার বাচ্চা ছেলেটাকে নিয়ে রাজাকার সালাহউদ্দিন কাদের চৌধুরী যে যৌন কেলেংকারী করেছে তার সুবিচারের জন্য আপনার কাছে অনেক কষ্ট করে এসেছি। বাবা হিসাবে এর ন্যায় বিচার দেখতে চাই। এমন ঘটনা যেন আর কোন বাচ্চা কয়েদীর বেলায় না ঘটে।



অতএব, আপনার নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে আমি সুবিচারের প্রত্যাশা করি।





আমি লেখাপড়া না জানায় টিপ সই করলাম।

নিবেদক



(আঃ সালাম মিয়া)

পিতা-আঃ হামিদ মিয়া

গ্রামঃ হাতি আলগা রসুরামপুর

ডাকঘরঃ কুসুমহাটি

থানা+জেলাঃ শেরপুর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

যোগী বলেছেন: এবার দেখতে হবে বিএনপির কারা কারা সাকা চৌধুরীর দ্বারা যৌন নির্যাতনের স্বিকার হয়েছে।

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

রশিক রশীদ বলেছেন: ইউ টউবে সেই ছেলেটার সাথে সাকার অডিও শোনা যাচ্ছে।

http://www.youtube.com/watch?v=aMszNP8wbZI

৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

ইসতিয়াক এম জ্যানাস বলেছেন: ভাই এদের সব ঘাটাঘটি করতে গেলে অনেক কিছুই বের হবে। আমার কথা সময় নস্ট করে লাভ টা কি????

৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

যোগী বলেছেন: @রশিক রশীদ কছুটা শুনে চরম ভাবে রুচিতে বাধলো। আর শুনতে পারলাম না।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: আমি লেখাপড়া না জানায় টিপ সই করলা........। 8-| 8-| 8-| 8-|

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
সায়েদির টা জানি ৭.৫০ ইঞ্চি

সাকার টা ৯ হইতে পারে ... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.