![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। ইউনুস সেখ নামের একজন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় চিকিৎসক ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশে বাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন।
মামলার আরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদী জানতে পারেন, ইমরান জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন।
তাঁর ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা নিয়ে তাঁর এমন কর্মকাণ্ড একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাদীকে ক্ষুব্ধ করেছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল।
২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন: পতাকা পুড়াইলে যেই মুক্তিযোদ্ধার সন্তানের জলে না । উল্টা যখন কেউ পতাকার প্রতি আবেগ ভালবাসা দেখায় তখন জলে তাইলে ঐ সন্তানের জন্মপরিচয় নিয়া যে কেউ প্রশ্ন তুলতেই পারে
৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: Click This Link
৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: আজব দেশ আমার পতাকা ছিড়লে মামলা হয় না উরালে হয় .....কবে যে দেশে শান্তে আসবে .... কে জানে....
পতাকা তো মুসা ইব্রাহীম ও উড়াইছে এভারেষ্টে ওর বিরুদ্ধেও মামলা হবে নাকি???
যারা শহীদ মিনার ভাংগে , পতাকা ছিড়ে, জনজীবনে ত্রাস সৃষ্টি করে তাদের কিছু হয়না ... মামলা করছে ইমরানের বিরুদ্ধা ... ও কারও কি কোন ক্ষতি করেছে.... হাউ সিলি....
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
নন্দনপুরী বলেছেন: পতাকা ছিড়লে মামলা করোনা....ওড়ালে মামলা!!!......হাও ফানি
মামলার বাদি একটা খানকির ছেলে...............