![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম লংমার্চ তার পর ঢাকা অবরোধ। ঈমান ও আকিদার তাগিদে লাখ লাখ মানুষ ঢাকা এলো। আল্লাহ ও রাসূলের প্রতি কটূক্তির তারা বিচার চায়। সাথে তারা আরো অনেক দাবি জুড়ে দিয়ে ১৩ দফা পেশ করল। শাহবাগের ব্লগারেরা দেশের সবচেয়ে বড় দু’টি হাসপাতাল বারডেম ও পিজির কাজের তি করে তিন মাস নাচানাচি করল। কিন্তু হেফাজতে ইসলামের লোকজনদের আল্লাহর উন্মুক্ত আকাশের নিচে শাপলা চত্বরে এক রাতও নিরাপদে থাকতে দিলো না। টিয়ার গ্যাস, গুলি ও গ্রেনেড ফাটিয়ে তাড়িয়ে দিলো। হঠাৎ করে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ এবং ক’দিন আগে আমার দেশ ছাপতে না দেয়ায় সরকার অনেকটা আস্থার সঙ্কটে পড়ে। সরকারের কথা রাস্তাঘাটের মানুষ বিশ্বাস করে না। সরকার প্রথম বলেছিল, শাপলা চত্বর পরিষ্কার করতে কোনো হতাহত হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলো, হতাহতের সংখ্যা দুই-তিন হাজার। গুজব বাতাসে ভর করে চলতে লাগল। তাকে আর সরকার সামলাতে পারছিল না। হঠাৎ ১০ তারিখ বিকেলে খবর এলো সাভার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর রেশমা নামে এক নারী অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে। এখন ইলেকট্রনিক জমানা, সব জায়গায় ক্যামেরা। রেশমাকে যখন স্ট্রেচারে করে ধ্বংসস্তূপের বাইরে আনা হচ্ছিল, শত শত উদ্ধারকর্মী সমস্বরে আল্লাহ আকবর বলে ধ্বনি তুলেছিল।
কেউ তাদের আল্লাহ আকবর বলতে আগে থেকে শিখিয়ে দেয়নি। আল্লাহর তরফ থেকেই তারা আল্লাহ আকবর ধ্বনি তুলেছিল। উদ্ধারকাজটি সরাসরি অনেক মিডিয়ায় প্রচার হচ্ছিল। টিভির সামনে বসা অনেক দর্শকও আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠেছিল; কারণ তারা খুশি হয়েছিল। তাই পরম প্রভু আল্লাহকে শুকরিয়া জানিয়েছিল। কিন্তু কেন যেন নানা প্রশ্নে অত বড় একটি মহৎ কাজ কালিমালিপ্ত হতে চলেছে। রাস্তাঘাটে নানা কথা ছড়াচ্ছে। মেয়েটি ১৭ দিন এ রকম অনিশ্চিত অন্ধকূপে পড়ে ছিল। কিন্তু অমন টলটলে চেহারা নিয়ে বেরোলো কী করে? নতুন জামা, গলায় অমন প্যাঁচানো ওড়না? ১৭ দিনের মৃতদেহের যে কঙ্কাল বেরিয়েছে, জীবিত থাকায় রেশমা নিশ্চয়ই কঙ্কাল হতো না, কিন্তু কঙ্কালের মতো তো হতো? অমন চোখ-মুখ, অমন টলটলে হাত-পা? এটি যদি সত্যি হয়, তা হলে এ নিয়ে রিসার্চ করা দরকার। সে কিভাবে বেঁচেছে, কিভাবে সময় কেটেছেÑ এগুলো সঠিকভাবে জগৎকে জানানো গেলে ভবিষ্যতে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা অনেকের জন্য জীবন রার এক মহাসম্পদ হবে। আর যদি এটি দেশবাসীর দৃষ্টি সরানোর কোনো অপকৌশল হয়ে থাকে তা হলে আল্লাহ তো বিচার করবেনই, তার আগেই জাগতিক বিচারের দায় থেকে, শাস্তি থেকে নাটের গুরুরা কেউ রেহাই পাবে না।
২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩
মতিউর রহমান১০০ বলেছেন: রেশমা ঘটনার একটি নিরপেক্ষ বিশ্লেষন।
Click This Link
৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৩
কালো রাজপুত বলেছেন: এটা জনগনের দৃষ্টি অন্যদিকে সরানোর একটা অপকোশল ছাড়া আর কিছুই না
৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: আল্লাহ আকবর
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
মাহিরাহি বলেছেন: আল্লাহ আকবর