নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

webprogrammingtips.com

অৈথ

ফালগুন

অৈথ › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী নারীদের বিলবোর্ড দুর্ঘটনার কারণ: যোগাযোগমন্ত্রী

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২

ডিজিটাল বিলবোর্ডের কারণে অনেক সময় চালকদের দৃষ্টিভ্রম হয় দাবি করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন পণ্যের বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেয়া হচ্ছে। তারাও (গাড়িচালক) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যাচ্ছে। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে।



মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে আয়োজিত এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ওই কর্মশালার আয়োজন করে ।



যোগাযোগমন্ত্রী বলেন, আজকাল দেখা যায়, অনেকে রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইলে কথা বলেন। এ সময় কোন দিক দিয়ে গাড়ি আসছে সেটা খেয়াল থাকে না। ফলে পথচারীরা গাড়িচাপা পড়েন।



তিনি বলেন, বিত্তবানদের ছোট ছেলেমেয়েরা রাস্তায় গাড়ি চালায়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ন্যূনতম ২১ বছর বয়সে গাড়ি চালানোর নিয়ম। কিন্তু আজকাল ১২-১৩ বছরের ছেলেরা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছে। ফলে যেখানে-সেখানে দুর্ঘটনা ঘটছে।



যোগাযোগমন্ত্রী আরো বলেন, অনেক গাড়িচালক ভাই মুখে সিগারেট, এক হাতে মুঠোফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালান। ফলে ভারসাম্য না থাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।



বিআরটিএর চেয়ারম্যান আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

চোরাবালি- বলেছেন: মোল্লা রোগে পাইল নি ব্যচারার

২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

চারশবিশ বলেছেন: কথা বহুলাংশে সত্য

৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

রিফাত হোসেন বলেছেন: ভুল বলে নাই,

প্রায়ই এখানে ব্লন্দে কার চালকদের কারনে পুরুষরা খাদে পরে !

৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

রিফাত হোসেন বলেছেন: ব্লন্দীনি *

৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৮

রোজেল০০৭ বলেছেন: হাছা কতা ,তিতা লাগে।

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: কথা একদম মিথ্যা না।
ছবিগুলো খুব বেশি আকর্ষনীয় হয়।

৭| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

রিওমারে বলেছেন: শুধু ড্রাইভাররা তাকায় না মন্ত্রীরাও তাকায়। না হলে বুঝলো কি ভাবে?? :P :P

৮| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩

যোগী বলেছেন:
অনেক দিন আগেই এই ব্যাপারে একটা সার্ভে রিপোর্ট পড়েছিলাম।
আপনার জন্য একটা খুঁজে বের করলাম। এখানে পার্শিয়াল রিসার্চ রিপোর্ট আছে পড়ে দেখতে পারেন-

View this link

৯| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২

চেঙ্গিস খাঁন বলেছেন: কথা সত্য ।

১০| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ঢাকাবাসী বলেছেন: কথাটি আংশিক সত্য। আসলে ভাল চালকরা এরকম অবস্হার জন্য দুর্ঘটনা ঘটায়না, আমাদের ড্রাইভাররা দুর্ঘটনা ঘটায় (মানুষ খুন করে) লেখাপড়া জানেনা, আইকিউ বিলো এভারেজ প্রায় ৫০- ৬০, আর উপস্হিত নৌমন্ত্রী কাম শ্রমিক নেতা শা.খান তো বলেই দিয়েছে গরু ছাগল চিনলেই হবে!! বাঁচার কোন উপায়ই নাই।

১১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মাইন রানা বলেছেন: কথাটা সত্য। সব গারি চালকতো আর বিয়াত্যা যা আবিয়াত্যা ড্রাইভারও আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.