নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
তোর কপালের ঐ টিপ, ভাল লাগে না
হাত ভর্তি কাঁচের চুড়ি, ভাল লাগে না
রঙ বেরঙ্গের শাড়ী, ভাল লাগে না
সুখ সুখ ঐ হাসি মুখ,আমার ভাল লাগে না।
তোর গোছানো ঘর ভাল লাগে না
সাজানো স্বপ্ন ভাল লাগে না
তোর সুখের সংসার, আমার ভাল লাগে না।
আমি চাই, তুমিও জ্বলো
যেমন আমি জ্বলছি
তুমিও পুড়ো যতটা আমি পুড়ছি ,
কি অবাক হচ্ছো! আমি এই রকমি
ভীষণ- হিংসা পরায়ণ, প্রতিহিংসা প্রবণ।
©somewhere in net ltd.