নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি চাইনি তুমি নষ্ট হয়ে যাও
হ্যান হয়ে যাও ত্যান হয়ে যাও
আমি চেইছি তুমি ভালো থাকো
হ্যান থাকো ত্যান থাকো,
তোমার হ্যান হ্যানানি ত্যান ত্যানানিতে
আমার বুকের কষ্ট বাড়ে
তোমার সকল চাওয়ার
অন্য একটা মানে থাকে ।
এই যে যেমন, একদিন আমায় চাইতে
ঘুমের ভেতর স্বপ্ন গুলো সাজিয়ে দিতে,
আজ অন্য চোখে আকাশ দেখো
নতুন তারার সংখ্যা গুনো,
মিথ্যে কেনো আমার চোখে দিচ্ছো ধূলো
ভালোই জানি, এখন তোমার
অন্য ঘরে অন্য বুকে
সুখেই কাটে রাত্রি গুলো ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
কানিজ রিনা বলেছেন: অন্য ঘরে অন্য বুকে সুখেই কাটে রাত্রি গুল
বাহঃ বেশ বেশ।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।