নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
তুমি না হয় গোলাপ নিও
তোমার খোপায় ভীষণ যায়
আমি না হয় ধুতুরা চিবাবো
হারিয়ে ফেলার দায়।
ওষ্ঠে তুমি বিষই রেখো
নষ্ট হবার ভয়ে
আমি না হয় বিষেই মরি
ভ্রমরা হবার দায়ে।
যত্ন করে সেজো তুমি
নূপুর দুটি পরে
তাজা বুকের রক্ত দেবো
আলতা বানিয়ো পায়ে।
কপাল জুড়ে ছোট্ট টিপ
মধ্য রাতের চন্দ্র
আমাবস্যা আমায় ঘিরুক
কান্না করুক শত।
কাঁচের চুড়ি হাতটি জুড়ে
ছন্দে ওঠো মেতে
বুকে আমার ব্যাথার বীনা
বাজুক যতয় করুণ সুরে
হাসি রেখো ঠোঁটে।
কাজল কালো চোখ
যেনও পদ্দ দীঘির পাড়
দীঘির জলেয় ডুববো না হয়
শীতটা দেখাক যতয় ভয়।
হলদে রাঙ্গা শাড়ী পড়ো
শষ্য ক্ষেতের মাঠ
মাতাল হাওয়ায় তোমায় ছোব
এই জীবনের স্বাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর লিখেছেন
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
জীবন সাগর বলেছেন: সুন্দর হয়েছে। জীবনের স্বাদ হোক পূরণ প্রত্যাশা রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪
একজন সত্যিকার হিমু বলেছেন: দারুন ।
আপনার সব কবিতাই দারুন ।