নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
একটা কবিতা লিখতে চাইছি
কেনো যেনও লিখতে পারছি না
কত রঙ্গীন স্বপ্ন, জল্পনা-কপ্লনা
তবুও কলম স্তব্দ, নড়ে না চলে না
অামি লিখতে পারি না।
ঘন কালো মেঘ
প্রেমিকার এলোমেলো কেশ
এক বুক তৃষ্ণা, পূর্ণ জোস্না সবি অাছে
তবুও অামার কবিতার খাতা ফাঁকা।
বাতাসে অাজ পুরা মাংসের গন্ধ
দেখেছি জলন্ত চিতা
ঝলসানো মুখ যেন পূর্ণিমা।
পেটের ভেতর ক্ষুধার উৎপাত
মানবতার চাকায় পিষছে ফুটপাত
বুলেটে লেগে আছে ক্ষমতার লালা
বাড়ছে বেহিসাবি লাশের বোঝা
অামি লিখতে পারি না।
অক্ষমতায় বাঁধা হাত
বিদ্রোহী শ্লোগান সব নিপাত যাক
কেতলিতে ফুটতে থাকা জনগণ সিদ্ধ হোক
সংবাদপত্রে বিনোদন ধর্ষিত হোক।
আমার কি? আমিতো বেশ ভালোয় আছি
ব্যাগভর্তি সুখ কিনছি, পেট ভরে হাসছি
ঘুমের ঘোরে স্বপ্ন বুনছি।
শুধু একটি ক্ষত বুকের মাঝে
মাঝরাতে ভীষণ ভাবে জাগে
দায় এড়াতে এড়াতে আমি কি
পরাধীনতার দারস্থ হচ্ছি?
শহীদ নূর হোসেন অাজ শুধই মৃত লাশ
পঁচে গেছে হাড় মাংস
শুকিয়ে গেছে সবুজ ঘাসে জমাট রক্ত ।
অার কত রক্ত পেলে তোমার পিপাসা মিটবে
অার কত নূর হোসেন চাপা পড়লে
গনতন্ত্র তুমি মুক্তি পাবে?
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
পাজী-পোলা বলেছেন: হুম, সবি লিখছি কবিতা ছাড়া....
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন। কবিতা সুন্দর হয়েছে।
গণতন্ত্র আমাদের দেশে বিশ্ব গণতন্ত্রের কোনো অংশেই কম নেই। তবে সাধারণ মানুষের অধিকার পুরোপুরিভাবে পাচ্ছে না। দারিদ্র্যের মুক্তি মিলছে না। বৈষম্য কমছে না। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দারিদ্র্যের হার কমাতে বৈষম্য দূর করতে হবে। সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করতে হবে সাধারণ মানুষকে। সকলকে দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, আমলাদের নয়। সাধারণ মানুষকে অধিকতর মূল্যায়ন করতে হবে। খেটে খাওয়া মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে চিরতরে। তবেই দেশ ও দেশের মানুষের ভাগ্যদয় হবে।
দুঃখিত ভাই, অপ্রাসঙ্গিক বলে ফেললাম।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: এইত লিখে ফেলেছেন !!
গণতন্ত্র, প্রেম, রাজনীতি , সংবাদপত্র , লাশ , ঘাস কত কিছু লিখে ফেলেছেন !!!