নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

শান্ত শীতল ভোর, জেগে উঠছে সূর্যি চাচা
শুরু হবে জীবনের চঞ্চলতা
ব্যস্ততার পাহাড় অতিক্রম করার প্রস্তুতি
ছোট ছোট কাধ ভরে যাবে জীবনের চড়ায় উৎরায় পেরোবার সিলেবাস এ
বেঁচে থাকার লড়াই এ যোদ্ধা বেশে সাজবে অফিস ব্যাগ
গিন্নীর তখন ভীষণ চাপ, বিলিয়ে দিবে ভালোবাসা
আওড়া্বে সমস্ত দিনের ফর্দ
পত্রিকা হাতে সংবাদ গিলবে পরিবারের কর্তা।
কুচকানো কপালের ভাঁজ, সরু চোখ বুলিয়ে নিবে সমস্ত দেশের ওপর
ভেতরে পুশে রাখা পাইলট হবার বাসনায় সরু সরু হাত ডিম অমলেট এ আঁকবে ভবিষ্যতের ছবি
স্বপ্ন পেড়িয়ে যাবে পাহাড়, নদী, শষ্য ভরা মাঠ, খোলা প্রান্তর।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের উত্তাল সমুদ্রে বাড়বে ঢেউ
ঘরির কাটার সাথে সাথে বয়ে যাবে সময়ের স্রোত।
অতঃপর ক্লান্ত দুপুর, গিন্নির অলস ঘুম
ক্ষুদে যোদ্ধার বাড়ন্ত হাতের বিশ্রাম
এক ঘিয়েমি কাটিয়ে নোংরা পলিটিক্স থেকে গা বাঁচিয়ে
টেবিলের ওপর বাড়ন্ত ফাইলের বোঝা কমাবার চেষ্টায় অফিস কর্মচারী।
চারিদিকে জীবন সংগ্রামের তুমুল শ্লোগান এক সময় শেষ হবে
সূর্যের তেজস্ক্রিয়তাও কমে যাবে
একটি দিনের ইতি টেনে নামতে থাকা অন্ধোকারে ঘনিয়ে আসবে সন্ধ্যা।
টিকে থাকার লড়াইয়ে বিজয়ীরা নীড়েরটানে ফিরবে আপন কুলায়
ব্যর্থদের লাশ, বোবা কান্না চাপা পড়ে যাবে গভীর অন্ধকারে।
গিন্নীর অপেক্ষার পালা শেষ হবে, ছোটো ছোটো মুখ সিলেবাস আওড়াবে
ব্যস্ততার পোষাক খুলে ফেলা ক্লান্ত, ঘামক্ত শরীর ঠোট গুজে দেবে চায়ের কাপে।
শুরু হবে খেলার দ্বিতীয় অধ্যায়
সাংসারিক শব্দ, গিন্নীর ঝরে পড়া অভীমান আর ছেলের আবদারের ফর্দ শুনতে শুনতে
কর্তার প্লেটের ভাত শেষ হবে।
টেলিভীশনের পর্দায় সস্তার বিনোদন আর খবরের চ্যানেল বদলাতে বদলতে
বুঝে নেবে পাশের রুমে স্বপ্ন ঘুমিয়ে গেছে।
দেহের ভেতর বাড়তে থাকা প্রেম, ভালোবাসা, কামনা-বাসনা নিয়ে
সঙ্গোপনে হাত রাখবে স্ত্রীর শরীরে
ফোটা ফোটা করে ঝরতে থাকবে বিষাক্ত আবেগ
গ্রাস করবে ভয়, হারানোর ভয়
সস্তত দিনের হাহাকার-কান্না, ভালোবাসায় মিলিয়ে যাবে।

এসব দিন রাত্রীর খেলা একদিন শেষ হবে
ছোট ছোট হাত বড় হবে, স্বপ্ন পূর্ণতা পাবে
সংসারের গ্লানি বয়ে বেড়ানো শরীর বৃদ্ধ হবে।
তারপর শুধুই অপেক্ষা, জীবন খেয়া পারে ভিড়বার অপেক্ষা
অবসরের অপেক্ষা, ছুটির অপেক্ষায়
সৃতীর পাতা মন্থন করেতে করতে
একদিন অপেক্ষার পালাও ফুরোবে
ছুটে চলা একটি জীবনের সমাপ্তি ঘটবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



শিরোনামহীন পোস্টের পাঠক কম হয়, মনে হচ্ছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

পাজী-পোলা বলেছেন: হুম, শিরোনামহীন লেখাগুলো ভীষণ বাজে
পড়ে থাকে ডাস্টবিনে
ডাস্টবিন তো আর স্বর্ণ মহল না
সবায় ঘাটেও না.।.।.।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.