নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

সন্ধ্যার করিডোর দিয়ে হেটে নামে রাত
আমি লিখতে শুরু করি দিনের অজস্র ব্যার্থতার ইতিহাস।
না পাওয়ার কষ্টগুলো ভীর করে জানালায়
সাজানো স্বপ্নগুলো দূর আকাসে নক্ষত্রের মত হারিয়ে যায়।
গাঢ় বিষাদের ছায়ায় নামে গহীণ অন্ধকার
আমি নিকোটিনের ধৌয়ায় শব্দ পুরিয়ে লিখে যাই সহস্র ব্যার্থ কবিতা।
আমি কোন কবি নই
শব্দের বুননে হয় না সুবিন্যাস্ত জাল।
আমাকে কিছু শব্দ ধার দেবে কবি?
আমিও কবিতা লিখতে চাই
দেখতে চাই বুলেটের শব্দ, বারুদের গন্ধ, বোমায় বিষ্ফোরিত আত্তচিত্‍কার বেশী নির্মম
না কবিতার শব্দ।
গাঁজার উত্‍কট গন্ধ, মদের বোতল বেশী নেশাক্ত
না কবিতার ছন্দ।
দেখতে চাই প্রেয়সীর ঠোটের ছলনা, চোখের কামনা, খোপার ফুলে বেশী মাদকতা
না কবিতায়।
ক্ষুর্ধাথ পেট, বুটের আঘাত, নষ্ট যৌবন, বিষাক্ত প্রেম রক্তে যেমন আগুন ধরায়
কবিতাও কি তেমনি ।
আমাকে কিছু শব্দ ধার দেবে কবি!
এক মূর্হুতের জন্য আমি কবি হতে চাই।
দেখতে চাই জলন্ত চিতায় পুরে যাওয়া প্রেমিকের জীবন অভিসপ্ত
না কবির
জানতে চাই ঠীক কতটা কষ্টে পুরলে প্রেমিক কবি হয়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আমি লিখতে শুরু করি দিনের অজস্র ব্যার্থতার ইতিহাস।

সারাদিন কি শুধু ব্যর্থতা আসে? সফলতা নেই?

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: জানতে চাই ঠীক কতটা কষ্টে পুরলে প্রেমিক কবি হয়।

ঠিক
পুড়লে


ক্ষুর্ধাথ পেট ???

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

কানিজ রিনা বলেছেন: সুখের কবিতা চাই সুখের কবিতা, যেখানে
সবিতা ভেসেছিল স্নিগ্ধ জোছনার আলোয়
চন্দ্র শাক্ষী ছিল, ছিল দূর্বাঘাস নরম চাদর
হেসেছিল আমাদের সাথে চিকচিক বালুর
কনা। সেই সুখ সেই শুখের কথা আরও
আকাশ ফাটিয়ে বিদ্যুৎ চমকের হাসির
বিজলী। আরও আরও কত সুখ। চাই
সুখের কবিতা কিশোরী মেয়ের আনন্দ
ধারা বেজে উঠুক বৃদ্ধা বয়সে স্মৃতির
আনন্দ ধারা। ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

ধ্রুবক আলো বলেছেন: জানতে চাই ঠীক কতটা কষ্টে পুরলে প্রেমিক কবি হয়।

শুধু পুরলেই হবে?! অভ্যস্ত হতে হবে

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: খুব ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.