নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
কিছু কিছু চোখ অজস্র কথা বলে যায়
কিছু কিছু চোখ নির্বাক, শব্দহীন, অসহায়।
কিছু কিছু চোখে শ্রাবণের মেঘ
কিছু কিছু চোখে উত্তাপ রৌদ্রের।
কিছু কিছু চোখ অপেক্ষমান
কিছু কিছু চোখে মিলনের প্রাপ্তি ভাসমান।
কিছু কিছু চোখে ভীষণ অভিমান
কিছু কিছু চোখে দ্বিধার পাহাড় আকাশ সমান।
কিছু কিছু চোখ নষ্ট
কামনার শিহরণে অন্ধ।
চোখে অনুভূতি তখনি জাগে চোখে যখন চোখ পড়ে।
চোখে কিছুই লুকানো যায়না
চোখ যেন মনের ঘরের স্বচ্ছ আয়না।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫
কানিজ রিনা বলেছেন: এত এত চোখের অনুভুতি
জীবনটা অনেক ক্ষতি।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
আলপনা তালুকদার বলেছেন: ভাল প্রচেষ্টা।
অভিমান, আকাশ, পড়ে - এই বানান তিনটা ঠিক করলে ভাল হয়।