নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
প্রেম করবে প্রেম?
বিষাক্ত লালায় ভরে গেছে প্রেমিকার ওষ্ঠ
ঐ নষ্ট চুম্বনে তুমি কেবল জ্বলবে, পুড়বে
নিষিদ্ধ রাতের প্রতিটি প্রহরে মরবে।
তবুও প্রেম করতে চাও!
বেহায়ার মত জিহ্বা লকলকিয়ে ছুটবে
কেশবতির বালিকার পেছনে
ভুলে যাবে ডাঙ্গর গতর সর্বনাশী
চোখের ছলে, ঠোটের কামে উৎসর্গ করবে নিজেকে
ভিখারির মত হাত পাতবে বালিকার দ্বারে!
তবু প্রেম করবে?
তোমরা কি শোননি
"এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"
তবু অপেক্ষা কেনো?
ঐ কলঙ্কিত প্রেম ছেড়ে শাসনতন্ত্রে নামো
প্রেমিকার দেহ ভুলে বারুদে মাতো।
কাঁধে তোলো রাইফেল
শত্রুর বুকে আঘাত হানো
নূপুর কে বুরো আঙ্গুল দেখিয়ে
বুলেটের ঝংকার ছুড়ো।
আচলের আড়ালে আর কত সুখ খুঁজবে
এবার যুদ্ধের ভয়াবহতা দেখো
দাতেল কামড়ের ধ্বংসাবশেষ কতটা অসহায়।
কাঁদা মাটির নরম বুকের মাংশ গন্ধ এবার ছাড়ো
দেখো কি নির্মম অস্ত্রের ক্ষমতা
কতটা রক্ত নেশায় পাগল বুলেট, বোমা।
তুমি কি জানোনা
"যুদ্ধে হয় তুমি বাচবে নয় মরবে
ব্যর্থ প্রেমে মুক্তি মিলবে না"
জেনে রেখো অভিমানী ঠোটের চেয়ে ভারি লাশের বোঝা।
মনে রাখবা
প্রেমিকার হৃদয় হোক অথবা যুদ্ধক্ষেত্র
"জয় করতে হয় শক্তি দিয়ে
প্রেম শক্তি নয়, দুর্বলতা।"
("এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"- হেলাল হাফিজ
"যুদ্ধে হয় তুমি বাচবে নয় মরবে
প্রেমে না পারবে বাঁচতে না মরতে"- এডলফ হিটলার
"প্রেম দিয়ে কাউকে জয় করা যায় না
জয় করতে হয় শক্তি দিয়ে
প্রেম শক্তি নয়, প্রেম দুর্বলতা।"- Dibbendu Dwip)
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৫
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: আপনার আমার প্রিয় কবি হেলাল হাফিজ, জেনে বিষণ ভালো লাগলো
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪
পাজী-পোলা বলেছেন: আমার প্রিয় কবি সুকান্ত।
৩| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২
amihasan বলেছেন: ভাল লাগলো।
শেয়ার করা যাবে?
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬
পাজী-পোলা বলেছেন: আমর সব লেখায় বেওয়ারিশ। অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
ইফতেখারুল মবিন বলেছেন: খুব সুন্দর!!