নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

পাপী মৃত্যু

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১

গর্ভনিরেধে আটকে গেছে ভালোবাসা
জন্মনিয়ন্ত্রণ পিলে মরে যাচ্ছে প্রেম।
জন্মাবার পিপাসা নিয়ে আমি পড়ে থাকি
ছুরে ফেলা নোংরা ডাস্টবিনে।
তোমরা আমার কান্না শুনতে পাওনা
শরীর জুড়ে রক্ত দেখতে পাওনা।
বিচ্ছেদে নষ্ট ভ্রন আমি
বেঁচে থাকার তীব্র হাহাকার নিয়ে পতিত হই
উচ্ছিষ্টের মত পড়ে থাকি।
শিয়াল-কুকুরগুলো জিব লকলকিয়ে তেড়ে আসে
দাতেল কামড় বসিয়ে দেয় আমার কলংকিত দেহে।
এই অকাল মৃত্যুতে আমার কষ্ট হয়
নিশ্বাস নেবার তীব্র স্বাদ জাগে।
আমিও চাই আমার জন্মে উচ্ছাস হোক
খুশির জোয়ারে ছলছল হোক আঁখি
শিহরিত হোক আমার আশ্রু জলে
স্পন্দিত হোক অপরিপক্ক হৃদয়।
তোমাদের শরীর ঠেশাঠেশি, মাখামাখি, গদগদ স্বভাব
নরম বিছানায় দামি চাদরে ঢাকো পাপ
দেহের ময়লা ধুয়ে পরিষ্কার হও
চুমুর পিপাশা মিটে গেলেই ভুলে যাও
অগোচরে চাষ করা সেই রাতের কাব্য।
ভুলে যাও খুন করে ফেলেছো বাড়ন্ত নিশ্বাস
চাপা দাও এই ভ্রষ্ট সভ্যতায়
তারপর মিথ্যার লেবাসে নিজেকে ঢেকে
নাক সিটকে বলো এ কার পাপ!
কলঙ্কের কালি শরীরে লেপ্টে
মৃত্যুর আর্তনাদ বুকে নিয়ে
আমি দেখি, বাহঃ কি রঙ্গমঞ্চ তোমাদের।
তোমাদের লোভ, ক্ষোভ, রাগে
যে আমার মৃত্যু হল
এই নিশ্বাস কেড়ে নেবার অপরাধে
আমি তোমাদের অপরাধী করে গেলেম
তোমাদের জীবন্ত নিশ্বাস হবে অভিশপ্ত
তোমাদের রুক্ষ দেহ কাদায় হবে অচ্ছৎ
আর আমার লাশের নিচে চাপা পড়ে
তোমারা সমূলে ধবংশ হবে প্রাচীর সভ্যতার মত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

মিঃ আতিক বলেছেন: ঘুনেধরা সমাজের বাস্তব প্রকৃতি যখন কবির মানসে কবিতার অনুভূতি যাগায় কবি তার তুলি দিয়ে বাস্তবতার প্রতিচ্ছবি আঁকেন কবিতার ছাঁচে, অসাধারণ, কবি শুভকামনা চিরন্তন।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

পাজী-পোলা বলেছেন: আমি কোন কবি নই ভাই
বোদ্ধা হতেও আসিনি
ছেড়া পাতার করুন সুর
দৃশ্য কল্পে আকি।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২০

ইফতেখারুল মবিন বলেছেন: অসাধারণ সুন্দর!

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬

ঘাসফুলে প্রজাপতি বলেছেন: ভালো লেগেছে।শুভ কামনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.