নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
এই যে ভাই উঠুন, আর কত ঘুমাবেন
ঘুমেরঘোরে আর কত স্বপ্ন বুনবেন?
দেখুন, ঘন আঁধার গিলে খাচ্ছে শহরটাকে
সূর্যকে এখুনি টেনে তুলতে হবে
নতুন একটি ভোর জাগাতে হবে, চোখ খুলুন।
এই যে ভাই, আরে ও ভাই উঠুন না!
দিন যাপনের গ্লনি নিয়ে আর কত ঘুমাবেন
আর কত এড়িয়ে যাবেন, নিজেকে!
এবার মাথা তুলে দাঁড়ান
পুলিংগের মত মেরুদণ্ড সোজা করুন।
দেখুন রাজপথটা কেমন হাহাকার করছে
মানবতার বুকে বসে স্বৈরশাসক হাসছে
পদধ্বনিতে মুখরিত করুন
স্লোগানে অন্যায় ভাসিয়ে দিন
মুষ্টিবদ্ধ হাত আর কবে স্বৈরতন্ত্রের বুকে মারবেন
বুলেট, কামান, ব্যারিকেড ভাঙ্গবেন না।
এবার জাগুন, ঘুমের বাঁধন ছিড়ুন
দেখুন নিম্নাগ্ন ভেসে যাচ্ছ লালায়িত বীর্যে
কামনার কামড়ের দাগ বসে যাচ্ছে নগ্ন মানবতার বুকে
উদৃত পুরুষাঙ্গ চিরে দিচ্ছে সভ্যতার যৌনাঙ্গ
ধর্ষিত রাষ্ট্রের চিৎকার শুনতে পান না!
এবার জাগুন, ধ্বজভঙ্গ পুরুষের ন্যয়
আর কত মটকা মেরে পরে থাকবেন!
উনুনে হাড়ি চড়িয়ে দুঃখিনী জননী
জ্বলন্ত পেটের উততাপ নিভাচ্ছে
মিথ্যা প্রতিসূতিতে।
এবার জাগুন নইলে ঐ ক্ষুধার্ত গ্রাসের কাছে
রক্ষা পাবে না মানচিত্র।
ঃ তুমি ফিরে যাও কবি
আবেলায় ডেকো না
আমাদের কাঁচা ঘুম ভাঙ্গিয়ো না।
আপনারা উঠবেন না!
স্বাধীনতা বোবা পশুর মত আর্তনাদ করছে
মৃত বিবেক পচা গন্ধ ছড়াচ্ছে
পায়ের তলায় সংবিধান পিষে
সমাজতন্ত্রের বুলি আওড়াচ্ছে স্বৈরতন্ত্র।
তবুও আপনারা জাগবেন না
এই অলস ঘুমের রেশ কি কাটবে না!
ঃ আমরা প্রতিক্ষায় আছি কবি
প্রতিক্ষা! কিশের?
ঃ একটি আঙ্গুলের, একটি তর্জনীর
একটি হুঙ্কারের, একটি গর্জনের
যে নখের ইশারায় আবার
জাতি, মত, প্রভেদ-বিভেদ
মিলেমিশে এক হয়ে যাবে
যে গর্জনে রক্ত আগ্নেয়গিরির মত উদ্গিরন হবে
আমরা তাঁর জন্য প্রতিক্ষায় আছি, তিঁনি আসবেন।
তুমি ফিরে যাও কবি, বিরক্ত কর না।
ঘুম প্রলাপের বাক্যলিপি শুনে কবি হাসে
কষ্টে হাসে, দুঃখে হাসে, রাগে হাসে
অট্রহাসিতে ফেটে পরে
কবি হাসে আর বলে
পয়তাল্লিশটা বছর গেল
তবুও বোধ হল না নির্বোধ গণন্ত্রের।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
পাজী-পোলা বলেছেন: পস্তাতচ্ছি না?!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
হুদাই পাগলামি বলেছেন: কবি হাসে
কষ্টে হাসে, দুঃখে হাসে, রাগে হাসে
অট্রহাসিতে ফেটে পরে
কবি হাসে আর বলে
পয়তাল্লিশটা বছর গেল
তবুও বোধ হল না নির্বোধ গণন্ত্রের।
অনেক ভালো লিখছেন।
বিদ্রোহী কবি।
পাগলার পক্ষ থেকে ভালো লাগা রইল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
পাজী-পোলা বলেছেন: পাজীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এবার জাগুন নইলে ঐ ক্ষুধার্ত গ্রাসের কাছে
রক্ষা পাবে না মানচিত্র।
দ্রোহের আগুনে জ্বলে উঠুক চেতনা!
++++++++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
পাজী-পোলা বলেছেন: দ্রোহের আগুনে জ্বলে উঠুক চেতনা!
চেতনাতো জাগে না চেতনা দন্ড দাঁড়াইয়া যায় শুধু।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০
আমপাবলিক বলেছেন: ভাল লাগলো। জাগুন গনতন্ত৾ রক্ষায় জাগুন নয়তো পস্তাতে হবে।