নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

নিষ্ক্রম

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাইলেই ফিরিয়ে দিতে পারো
অপেক্ষারত দুটি চোখ
ভেঙ্গে গুরিয়ে দিতে পারো
নির্মল বিষাদের বুক।
চাইলে চলে যেতে পারো
এড়িয়ে যেতে পারো চেনা গলিপথ
মারিয়ে যেতে পারো
একটি হৃদয়ের ধ্বংসস্তুপ।
চাইলেই ফেলে দিতে পারো
পুরোনো হয়ে গেছে যা কিছু
রং চটা কামিজের মত
নোনাধরা ব্যর্থ প্রেমের কাব্য।
চাইলে ভুলে যেতে পারো অতীত
ছিরে ফেলতে পারো সৃতির পাতা
গভীর রাত্রি অন্ধকার প্রকট হলে
কতটুকু সইতে পারবে
নোনাধরা বুকের ব্যথা!
চাইলে হারিয়ে যেতে পারো দূর কোনখানে
পরিচিত এই নগরীর অচেনা মানুষের ভীরে।
চাইলে অবহেলায় সাজাতে পারো
শূন্য মরুদ্যানে বিরহ বাসর
দগ্ধ ক্ষতে ছিটাতে পারো
অভিযোগের তুমুল আদর।
চাইলে কঠোর হেলন হানতে পারো
নিখাদ ভালবাসায় বিষাক্ত কাঁটা ফুটাতে পারো
এসব কিছুর অধিকার তোমার আছে
ভুল করেই যখন ফেসেছি
তোমার উল্টানো ঠোঁটের ভাজে।
আমার অপেক্ষা করার কথা, আমি করবো
চাইলে ফিরে আসতে পারো
না চাইলে এসো না
কিবা আর ক্ষতি হবে তাতে
হৃদয়ে খরস্রোতা নদীর ঢেউ
কতটুকু আর ভাঙ্গবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কানিজ রিনা বলেছেন: ফেসেই যখন গেছি,চাইলেই ফেলে দিতে
পারো পুরনা যা কিছু রংচটা কামিজের
মত। বেশ ভাল লাগল ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

পাজী-পোলা বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

অবনি মণি বলেছেন: চাইলে ফিরে আসতে পারো
না চাইলে এসো না
কিবা আর ক্ষতি হবে তাতে
হৃদয়ে খরস্রোতা নদীর ঢেউ
কতটুকু আর ভাঙ্গবে!

----জানি,তবুও আসবেনা!!

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

পাজী-পোলা বলেছেন: না আসলে নাই, কেউ যদি আপনাকে ছাড়া থাকতে পারে তাহলে আপনিও পারবেন।
"এক জীবনে কতটা আর নষ্ট হবে!"

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.