নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

দন্ড

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

জানালার শিকগলে এক টুকরো রোদ ঢুকেছে আমার ঘরে
অথচ প্রবেশ দ্বারেই লিখে রেখেছে "নিষিদ্ধ ভূমি"
এখানে বীজের অঙ্কুরোদগম হয় না
এখানে মুক্ত নিশ্বাসের উপর নিষেধাক্কা
তবুও একদল পাগলা হাওয়া কোন ফাকে যেন ডুকে পড়ে
দলছুট মেঘগুলো লুকোচুরি খেলে
এক পশলা বৃষ্টি নধর দেহ ভিজিয়ে যায়
অথচ এক জোড়া রাইফেল ক্রোধ আর ঘৃণায়
দরজার ওপাশে কড়া পাহারায়
তবুও এখানে দিন পেড়িয়ে রাত হয়
জোস্নার নরম আলো, কয়েকটা জোনাক পোকা
ছুটে বেড়ায় এই ছোট্ট ঘরটায়।
গতকাল জেলার এসেছিলেন, আমার শেষ ইচ্ছা জানতে
আমি বলেছিলা্ম, আমাকে দু'বার ফাঁসিতে ঝুলিয়ো
তবুও প্রথম অপরাধটাই দ্বিতীয়বার করবো।
বেচারার নত মুখ দেখে ভীষণ মায়া লেগেছে
চোখের কোণে তীরতীরে ব্যথা, আমি কাঁদত পারি না
কলঙ্কে লেপ্টে আছে শরীর আমি দুর্বল নই।
আমার দিনগুলো ফুরিয়ে যাচ্ছে রাত হারিয়ে যাচ্ছে
অপেক্ষার প্রহর ধীরে ধীরে কাটছে।
আমার অপরাধ কি ছিল?
ওই অথেলোর মত, i kill her or kiss her।

নাটকীয়তার শেষ অংশে জাল্লাদটা যখন আমার হাত বাঁধছিলো
আমি বলেছিলাম আমার পরিচয়ে তুমি চিরন্তন হবে
বোকাটা কি বুঝলো কে জানে!
মুক্তির নিশ্বাসে আমি যখন চোখ বন্ধ করলাম
ভেশে উঠলো খবরের কাগজে বেশ বড়সড় ছবি
শিরোনামে লিখেছে
"দুর্ধর্ষ প্রেমিকের ফাঁসির রায় কার্যকর নষ্ট চুম্বনের দায়ে"
কেউ দেখলো কিনা জানিনা!
এক ঝলক হাঁসি ফুটে উঠলো আমার ঠোঁটে
ছবিটাতে আমাকে বেশ মানিয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
একটা নাটক বানানো যাবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

পাজী-পোলা বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.