নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
ভেশে গেল দুঃখ নোনাজলে
ফেলে আসা সৃতি খরস্রোতে
ভেঙ্গে গেল খেলাঘর উড়ো ঝড়ে
যাযবর ঘুরছি ঠিকানা ভুলে
নিখোঁজ বিজ্ঞপ্তি খুঁজি দেয়ালে দেয়ালে
আমার হারানোর সংবাদ সে কি জানে!
আঙ্গুলে আঙ্গুল ছুয়ে ছিলো
ছুঁয়াছুঁয়ির নেশায়
ছোঁয়াচে সে রোগে
আক্রান্ত দুটি হৃদয়
উত্তাপ ছড়িয়ে গায়ে
পোড়া শরীর অবহেলায়
নিয়নের শহরে চেনা চেনা বিলবোর্ড
ফিরে যাবার পথটা কোথায়!
লেনদেন চুকে যাক
কাটাকুটি হিসাবের খাতা
গল্পটা অগোচরে থাক
ছিড়েফেলো কবিতার পাতা
অভিমান বেড়ে গেছে
দূরত্বটা পারছি না পেড়োতে
কাছে যেতেয় যত ভয়
স্পর্শে সংশয়
আর হাত বাড়িয়ো না
আকড়ে ধরবার চেষ্টায়।
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০
ইমু সাহেব বলেছেন: " নিখোঁজ বিজ্ঞপ্তি খুঁজি দেয়ালে দেয়ালে
আমার হারানোর সংবাদ সে কি জানে! "
এই দুটি লাইন বেশ !