নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
বুকে প্রেমের আগুন
পেটে ক্ষুধার আগুন
মাথার উপর জ্বলন্ত সূর্যের বাস
জ্বলতে জ্বলতে পুরতে পুরতে বেঁচে আছ।
নিশ্বাসে দূষিত হাওয়া
শরীরে কামের নেশা
অন্ধমনে নাশকতার আয়োজন
চোখে ক্ষোভের আগুণ
হৃদয়ে বিচ্ছেদের আগুণ
পুড়িয়ে দেবো নগ্ন সভ্যতা
ছিন্নমূল মানবতা, ফুটপাথের চিৎকার
উঁচু দালানের দাম্ভিকতা।
রক্তে রাগের আগুণ
শিরায়- শিরায় ঘৃণার আগুণ
মনের ভেতর সুপ্ত বাসনার লাভা,
কন্ঠে দ্রোহের আগুণ
মুষ্ঠিতে বর্জ্যের আগুণ
জীবন্ত আগ্নেয়গিরি আমি
কালো রাজপথ জ্বালিয়ে দেবো
প্রতিবাদের আগুণে
স্বৈরতন্ত্রের সিংঘাসন পুড়িয়ে দেবো
বিদ্রোহের আগুণে
প্রেমিকার দেহ জ্বালিয়ে দেব
ভালোবাসার দহনে
রাষ্ট্রের বুকে ছড়িয়ে দেব অগ্নিপাত
বিষম কালো ধোঁয়ায় ঢেকে যাবে পূর্ণিমা চাঁদ
পুড়ে ছাই হয়ে যাবে গন্ধে মাতাল করা ফুল
সবুজ মাঠের বুকের সোনালী আঁশ
ধ্বংসস্তুপ হয়ে পড়ে থাকবে ব্রমান্ড।
এখোনো সময় আছে, রাষ্ট্র শুধরে যাও
এখোনো সময় আছে, হে কথিত জননেতা শুধরে যাও
এখোনো সময় আছে, হে নষ্ট নগর শুধরে যাও
এখোনো সময় আছে, বখাটে যুবক শুদ্ধ হও
এখোনো সময় আছে, নিষিদ্ধ পল্লী শুধরে যাও
এখোনো সময় আছে, বুড়িগঙ্গা বিশুদ্ধ হও
এখোনো সময় আছে, প্রেমিকা শুধরে যাও।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৭
পাজী-পোলা বলেছেন: বানান ভুলটা সারতে পারতেছিনা.....কম্পিউটারটা সমস্যা করতেছে। কষ্টকরে পড়ার জন্য ধ্যনবাদ।
২| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা ।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগুন বানান ভুল
সুন্দর হয়েছে