নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আজ এই বিকালে সব খুলে বলো
বুকে প্রেম চোখে লাজ, ঝেড়ে কাশো।
এই ফুরফুরে বিকালে
সেই অমৃত বাণীর সুধা ছড়িয়ে দাও
ঐ ঝলমলে মুক্ত আঁকাসে
মাঠের পর মাঠ পেড়িয়ে
দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে যাক।
আজ এই নির্মল বিকালে
প্রেমের সুর তোলে গাও
সহস্র বছরের সেই পুরনো গান
চোখের ভেতর চোখ হারাবার আগেই
মনের সাথে যে মন মিলেছে
সে কথা শুনিয়ে দাও
আমার পিপাষিক্ত কান কে
এই গোধূলি লগ্নে ঘরেফেরা পাখিদের গানে
দক্ষিণা বাতাসে মিশিয়ে দাও আদিম বিষবাণী
সেই বাণী প্রতিধ্বনি হোক
আমার কানে, বুকে, ধমনী, শিরা- উপশিরায়।
এই সোনালী রোদে মাখুক হৃদয়
তুমি আমার রক্তে মিশিয়ে দাও, সেই নেশাতুর শব্দ।
আমি মাতাল হয়ে শুনি
তোমার হৃদয়ের ধ্বনি।
আজ এই সন্ধ্যার সন্ধিক্ষণে
দুরুদুরু বুকের গভীর থেকে
শব্দটি কাপাকাপা ঠোটে তুলে আনো
আমার তৃষাক্ত বুক, পিপাষিক্ত কান
আকন্ঠ পান করুক সেই সুরের মূর্ছনা।
আজ এই দিনরাত্রির মিলনের মাঝে
ভুল করে হলেও বলেই ফেলো "ভালোবাসি"।
২| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৯
মেঘ প্রিয় বালক বলেছেন: আশা রাখছি আপনার প্রিয় একদিন মনের ভুলে বলেই দিবে আপনাকে ভালবাসি।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।