নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদের পর

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

বিচ্ছেদের পর,
পুরনো প্রেমের তিক্ততা
গলায় আটকে থাকে
শত চেষ্টাতেও উগলে ফেলা যায় না
প্রেয়সির নতুন ঘর, সংসার
সুখ, উচ্ছ্বাস সব কষটা লাগে
যে শরীরের গন্ধেছিল মাদকতা
সমস্ত শিরা- উপশিরায় ধমনিতে বইতো
বিচ্ছেদের পর,
সেই গন্ধেই বিরক্তি লাগে
বিচ্ছেদের পর
ভালোবাসার ছিন্ন কাপড়টাকে
বড্ড আপন লাগে।
যে হাসি আমায় ভুবন ভুলিয়ে দিত
যে চোখের নজরে বুকের
ভেতরটা তোলপাড় করে উঠতো
বিচ্ছেদের পর
সেসব আমার হৃদয়ে
এক দারুন ক্ষত দিল।

ক্ষততে পুজ জমবে
পচিয়ে দেবে আমার শুদ্ধ প্রেমকে
বিচ্ছেদের পর,
আমার নিশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।

নগর কথা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

এস সুলতানা বলেছেন: কবিতাটি ভালো লাগলো ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

পাজী-পোলা বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: পাজী-পোলা,




বিচ্ছেদের পর পুরনো প্রেম করল্লার মতোই তেঁতো লাগে!
বুঝলুম না, যে শরীরের গন্ধ একসময় মাদকতা এনে দিতো তা-ই যখন বিরক্তিকর লাগে তখন ভালোবাসার ছিন্ন কাপড়টাকে আপন লাগবে কেন? :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:০৪

পাজী-পোলা বলেছেন: বিচ্ছেদে রাগ থাকে ঘৃণা থাকে, কিন্তু এক সময় মনেহয়। যদি সে এখোনো আমার থাকতো তাই ভালোবাসার ছিন্ন কাপড়টাকে আপন লাগে।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: বিচ্ছেদ যেন কারো না হয়।
বিচ্ছেদ খুব কষ্টের।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিচ্ছেদের এমন জয়ঢাক বাদ্য কেন?
বরং ভালোবাসার ছিন্ন কাপড়টাই হয়ে উঠুক আগামীর সুখ পদ্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

পাজী-পোলা বলেছেন: শুকরিয়া জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.