নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

সব দোষ ঐ কলমের

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

কিছু কিছু গল্প থাকে গভীরে অনেক গভীরে
এত বড় মহাশূণ্যে লুকাবার জায়গার তো অভাব নেই।
কিছু কিছু ঘটনা থাকে বুকের ভেতরে
এতটুকু হৃদয় অথচো মহাশূন্যের চেয়ে কম নই।
কিছু কিছু স্বপ্ন অবাধ্য, হাত বাড়াবার আগেই মনেহয় ও পাবার নই
কিছু কিছু ইচ্ছেকে গলাটিপে হত্যা করে ভাবি নিয়ম ভাঙ্গবার নই।
নিজেকে নিজের মধ্যে ঢুকিয়ে দেখি ডানা মেলবার নই,
এ শিকল ও শিকড় ছিরবার নই।
সব জানি সব বুঝি তবুও কেন যে পাগলামি গুলো মাথা চারা দিয়ে ওঠে
সব দোষ ঐ কলমের, হাতে এলেই কি সব লিখে চলে আজে- বাজে
খাতাটাকে মানচিত্র ভেবে যতসব কাটাকুটি খেলে
অথচো কাটাকুটি গুলোয় কেমন জীবন্ত ছবি হয়ে ওঠে
না পাওয়ার ব্যথা গুলো ছেড়া পাতার কাব্য হয়ে ওঠে।
আমি দেখি আমার শিকড় ছিরবার ঘটনা,
শিকল ছিরবার তীব্র বাসনায় আমার ইচ্ছে গুলোর
স্বপ্ন গুলোর তাজা রক্ত নগ্ন জীবনের পাতায় পাতায় লেগে থাকে।
আমি আমাকে সহস্রবার মেরে নিজের লাশকে মাড়িয়ে শিখরের পথে পা বাড়াই
পিছনে পড়ে থাকে হাহাকার, আহাজারি, আমি হৃদয়ের নগ্নতা লিখি
শব্দে শব্দে সাজিয়ে ফেলি প্রাসাদ- অট্রালিকা।
আমি আমার মৃত্যুর খবর চেপে রটিয়ে দেই ভালো থাকার গল্পটা
আসলে সব দোষে দোষী ও ব্যটা কলমটা, হাতে এলে আর বাঁধ মানে না।
আমার ভালোবাসার অপূর্ণতা যে নারীর পদচারনায় পূর্ণ হতো
যে পায়ের নূপুরের ছন্দে হৃদয়টা থমকে যেত
সেই কেমন পদদলিত করে আমায় বদলে গেল।
শিকল ছিরতে যে হাত উদৃত হল
ক্ষমতার রক্ত চক্ষুতে তা কেমন মুষড়ে গেল
যে বুকে আমার পাকাপোক্ত আবাসস্থল ছিলো
স্বপ্ন পূরণের বাসনায় সেই নাড়িরটান কতটা দুঃসহ যন্ত্রণায় ছিন্ন হলো
কতগুলো রাতে চোখের পানি শুকিয়ে গেলো
কতগুলো দিন অসহ্য যন্ত্রণার জ্বরে কাতর হলাম
এসব কাপুরুষতা লিখতে নেই, হৃদয়ের মহাশূন্যে লুকিয়ে রাখতে হয়।

আসলে আমার কোন দোষ নেই, সব দোষ ও ব্যটা কলমের
কেমন ঘৃণায় পুড়া হৃদয়ের মানচিত্র কে কেটেকুটে
বিভতস্য কীসব লিখেচলে যত্তসব আজে- বাজে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

নেওয়াজ আলি বলেছেন: সরল, সুন্দর লেখনী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: বেশ কয়েকটা বানান এডিট করে ঠিক করে নিবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৬

পাজী-পোলা বলেছেন: বানান ভুল আমার দুর্বলতা, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.