নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

তুমি দোষী নও

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

তুমি দায়ী নও কিছুতেই
দোষী নিজেকে ভেবো না
অপরাধী তুমি নও
দায়ী তোমাকে করবো না।
আমার ঘুমের আগেই সূর্যদয়
ভোর সকালে বিছানা সাজাই
মাঝ দুপুরে স্বপ্ন ক্ষয়
বিদায় বেলায় অস্ত যাই
ব্যর্থ প্রেমের রঙ্গ নাচাই
পেয়ালা ভর্তি শারাব জমাই
এস্ট্রেতে বাড়ছে ছাই
হৃদয় পুড়বার বাহানায়
উৎসর্গ এই আয়োজন
তোমার জন্য নই,
হৃদয় আমার বড্ড বেহায়া
আজো তোমার ছবি এঁকে রয়
তোমার কোন দোষ নাই।
আমার বুকে পাথর চাপা
জ্বরের ঘোরে হৃদয়টা
অসুখ মনের কাতোরতায়
তোমার দেখতে আসার দরকার নাই।
আমার দুঃখ গুলো হৃষ্টপুষ্ট, ব্যাথায় জড়ায়
কষ্ট গুলো বন্যাপ্রিয়, দু'চোখ ভাষায়
এসব ভেবে মন খারাপের সময় কই
আমার ব্যস্ত ভীষণ অভিনয়
ঠোটের হাসি স্বর্গ ছোয়।
তোমার চাদের মুখ অন্যথায়
অন্য ঘরে বাসার সাজায়।
চাইছি তুমি সুখেই থাকো সাংসারিক ব্যস্ততায়
মিথ্যে তোমার অভিনয়, আজ অন্য বুকে কেমনে ঘুমায়?
তোমার শেষ কথাটাই যেন সত্যি হয়
তোমার চেয়ে বেটার পাবো, এই কথাটা পূর্ণ হয়
যেন তোমায় মিথ্যাবাদী কইতে না পারি
এসবি তোমার জন্য, আমার আর কি
নিজের জন্যতো কখনো কিছুই চাইনি আমি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.