নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

পাগলিটা না- কীসব যে করে

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

পাগলিটা না- কীসব যে করে
ঐযে ওর ঐ হাসিটা তীরের মত
আমার হৃদয়ে আটকে থাকে
এই যে বাঁকা চোখের তীক্ষ্ণ নজর
ছুরির মত হৃদয়টা টুকরো টুকরো করে।
আমার ঘুম ভাঙ্গা ভোর
আমার অতল নিদ্রা
আমার চলার বাঁকে
ও কেমন সিগন্যাল হয়ে দাড়িয়ে থাকে
আমার শব্দের ছন্দ পতনে
ও কেমন গুছিয়ে তোলে।

এতটা অসহ্য সুখ সইবো কী করে
কাঁদা মাটির ছোট্ট এই হৃদয়টাতে!
ঐ সুখের অসুকের ভয় হলে
পাগলিটা কেমন জাপটে ধরে,
নিরব রাতে নিঃসঙ্গতার বাহানায়
নিজেকে আড়াল করতে চাইলে
ও কেমন প্রবল চুমুর ছলে
চার দলীয় ঐক্য জোট গড়ে
পাগলিটা না- কীসব যে করে।

আমার বেলা অবেলার বিচ্ছিন্নতা
আমার দিন রাত্রির হিসাবের খাতা
ও কেমন গুছিয়ে লেখে
গভীর রাতে তুমুল আদর শেষে
ও কেমন লতার মত জড়িয়ে থাকে।
এতটা অসহনীয় প্রেম নেব কী করে
আমার এই ছন্নছাড়া মনে
ঐ মনের হারানোর ভয় হলে
পাগলিটা কেমন আগলে রাখে।

পাগলিটা না- কীসব যে করে
এক যন্ত্রনাময় ভালোবাসায়
আমার ভুবন ভরীয়ে রাখে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৫

শাহিন বিন রফিক বলেছেন:


বেশ ভাল লাগল আপনার কবিতাটি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

পাজী-পোলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪

নেওয়াজ আলি বলেছেন: মনোহর লেখা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

পাজী-পোলা বলেছেন: ভালোবাসা নিয়েন........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.