নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
"সম্মানিত সুধী সমাজ, কখোনো কি ভেবে দেখেছেন?
ট্রল করতে গিয়ে কত সুন্দরভাবে নিজেদের
নিম্ন মানের রুচিবোধ প্রকাশ করছেন।"
আমাদের দর্শক মূলত দুই ধরনের। একদল যারা তথাকথিত কমার্শিয়াল/বাণিজ্যিক বস্তাপচা নাটক/মুভি পছন্দ করে আর একদল যারা নিজেদের কে রুচিশীল পরিচয় দিয়ে ভিন্ন ধারার ভালো গল্প খুঁজে দেখেন। সমস্যা হল যারা বস্তাপচা কাজগুলো পছন্দ করে তারা সেগুলো শেয়ারদেয়, লাইক- কমেন্ট তো আছেই আর যারা নিজেদের রুচিশীল বলে পরিচয় দেয় তারা ভালো গল্প খুঁজে বের করে দেখে চুপচাপ থেকে যায়। অন্তত আশার দুই একটা কমেন্টও তারা সেসব কাজের নিচে করতে অলস্য বোধ করে। সেই সাথে নিম্নমানের লজিক বিহীন গুল্পগুলো ট্রল করে শেয়ার দিয়ে উড়াইয়া দেয়। এভাবে ট্রল করতে করতে নাটকের ভিউ বেড়ে যায়, হিট হয়ে যায়। ভিউয়ের কথা কেন বললাম? আসলে প্রযোজকরা গল্প পড়েও দেখে না। তারা ঐ ভিউ চায়। ভিউ বেশী মানে নাটকটা বেশী লোক দেখছে, বেশী লোক দেখছে মেনে; বেশী বেশী এড, বেশী বেশী টাকা। নাটক আর্টের জায়গা হলেও তারা ব্যবসাটাই বোঝে। একজন ধর্ষক যেমন নারীর রূপ না দেখে মাংস পিণ্ড দেখে, একজন কসাই যেমন ছাগলের মাংস যাচাই করে তারাও তেমনি ভিউ দেখে আর এই ট্রলের চাপে ভিউয়ের জোয়ার আসে। জোয়ারে আমরা একজন হিরো আলম পাই, একজন প্রত্যয় হিরোন পাই, জন্তুদের মত প্রকাশ্যে চাটাচাটির সালমান মুক্তাদির পাই। কাকের থেকেও কর্কশ গায়ক পাই। তাদের কে কিছুতেই বোঝানো যায় না যে, কোকিলের মত দেখতে হলেই গাওয়া যায় না কারণ ঐযে, ভিউ বাড়তেছে, প্রযোজকরা লাইন দিয়ে দাঁড়াইয়া আছে। তারা তাদের ছাগলের সাস্থের মত ভিউ দেখে। এই সব প্রযোজকদের ভালো গল্প দিলেও এরা গল্প না পড়েই ছাগলের তিন নাম্বার বাচ্চার মত বলে দেয়, এসব নাটক মানুষ দেখে না। তাদের কে কিছু বলাও যায় না কারণ মানুষ কি দেখে? তার প্রমাণ তো হাতের কাছেই। দেখেন কোনটার কেমন ভিউ? ভিউয়ের গ্যড়াকলে পড়ে ব্যচালার পয়েন্ট, বড় ছেলে, বুকের বা পাশে হিট হয়ে যায় । বস্তাপচা ভালোবাসার গল্প, সস্তার মানবতার গল্প আর ভাঁড়ামির নিচে চাপা পড়ে থাকে প্রজন্ম টকিজের মত ভালো গল্পগুলো। এখন অনেকেই বলবেন আয়নাবাজি, মনপুরার কথা, আরে ভাই মাঝে মাঝে প্রকৃতিতে কিছু বিরূপ প্রক্রিয়া ঘটে কিন্তু তার মানে এই না যে কিছু একটা বিল্পপ ঘটে গেছে। তা না হলে ঋত্বিক ঘটক জীবনে মাত্র একটা সাফ্যলের মুখ দেখতেন না। এসব বস্তাপচা নাটকের, সিনেমার দর্শক আগেও ছিলো- এখনো আছে- ভবিষ্যতেও থাকবে। আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ যে যার প্রয়োজন মত বিনোদন খুঁজবে সেটাই স্বাভাবিক। আপনারা যারা শিয়ালের মত গর্তে লুকিয়ে থেকে আত্ততৃপ্তিতে ভালো কাজ গুলো দেখেন আর বুক চেতিয়ে নিজেদের রুচিশীল দর্শক বলেন। যারা হায় হায় করেন এমন মুভি কিভাবে ফ্লপ যায়। আপনারা এবার বেড়িয়ে আসুন। ভালো কাজ দেখার পাশাপাশি সেগুলো শেয়ার করুন আর বাজে নাটক গুলো এড়িয়ে চলুন আর খুব যদি ট্রল করতে ইচ্ছা করে তাহেলে সেই ভালো নাটক, মুভির সিন গুলো নিয়ে Sarcasm করুন কিন্তু দোহায় আপনাদের ট্রলের নামে ঐ বস্তাপচা গুলোর মুখ খুলে দূরগন্ধ ছড়াবেন না, আপনাদের নিম্ন রুচির পরিচয় দিবেন না; নইতো মিডিয়া ছেরে একটা ভালো মানের জব করে খাওয়ার যোগত্যা নাই যাদের- এমন ডিরেক্টদের ভাঁড়ামি হজম করেতে শিখুন, শুধু শুধু গালি দিয়ে নিজেদের বংশ পরিচয় দিবেন না। কোনটা মহৎ সৃষ্টকর্ম, কোনটা সৃষ্টকর্ম আর কোনটা নিতান্তই আবর্জনা সেটা তারা বোঝে না, তাই বলে তাদের কে আঙ্গুল দিয়ে আবর্জনা দেখাতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে আর আমরা রিপন ভিডিও পাবো, আপনারা নাকে গন্ধ পাবেন তারচেয়ে বরং মহৎ সৃষ্টকর্ম আঙ্গুল দিয়ে দেখান একদিন তারা এমনিতেই নাকে গন্ধ পাবে। নাটক নিয়ে অনেকতো নাটক-ফাটক হল, এবার আমার দর্শকরা এগিয়ে আসি। টেবিলটা আমাদের পছন্দমত সুস্বাদু খাবার দিয়ে সাজাই আর পচাগুলো ডাস্টবিনে ফেলি। আসুন না এবার আমারা একটা আন্দোলন করি ইউটিউবে ভালো কাজ গুলো শেয়ার করি, লাইক, কমেন্টতো অবশ্যই আর বস্তাপচা গুলো এড়িয়ে যাই। টিভি চ্যানেল এবং অন্যান প্লাটফর্মে বাজে কাজ দেখলে সেসব কাজের বিরুদ্ধে অন্তত তাদের একটা মেইল করি। চলুন না একটা নিরব প্রতিবাদ করেই দেখি। ভিউয়ের অভাবে এবং কমপ্লিন পেতে পেতে বাজে কাজ গুলো একদিন ঠিক হারিয়ে যাবে এখন যেমন ভালো কাজ গুলো হারিয়ে যাচ্ছে। এখন যদি বলেন কার ঠেকা পড়ছে তাহলে বলতেই হয় সুন্দর বনে বাঘ থাকে না সিংহ থাকে, এসব যুক্তিতর্ক ছেরে নির্মম বিনোদন নিন আর তৃপ্তির ঢেকুর তুলুন। যে দেশের মন্ত্রীরা কচুরিপানা খায়; সে দেশে খাবারের দুর্ভিক্ষ নেই, দুর্ভিক্ষ হচ্ছে রুচির।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
পাজী-পোলা বলেছেন: সমস্যা নাই, তবে যেটুকু পারেন সেটাই কাজে দিবে। অন্তত এটাতো চান যে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা বাড়ুক, বাজে নাটক গুলো বন্ধ হোক।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে ভালো নাট্যকার আছেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪
পাজী-পোলা বলেছেন: আপনি নাটক দেখেন না! তারপরও আপনাকে বলবো প্রজন্ম টকিজের কিছু শর্ট ফিল্ম আছে দেখে নিজেই যাচাই করেন ভালো নাট্যকার আছে কি না! "Projonmo Talkies" youtube এ search করলেয় পাবেন।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৬
নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন । দুর্ভিক্ষ হচ্ছে রুচির।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫
পাজী-পোলা বলেছেন: এই দুর্ভিক্ষতো মোকাবেলা করতে হবে......
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: পাজী-পোলা,
শুধু ট্রল করা বা নাটক-মুভির বেলাতেই নয়, রুচির দুর্ভিক্ষ ঘরে বাইরে, মাঠে ময়দানে, চলনে বলনে সবখানেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
পাজী-পোলা বলেছেন: কথা সত্য।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: মানুষ নষ্ট হয়ে গেছে। সব শ্রেনী পেশার মানুষ নষ্ট হয়ে গেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৫
পাজী-পোলা বলেছেন: সুস্থতা নিয়ে আসতে হবে। পচে গেছে বলে দায় সারলে কি চলবে।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি নাটক দেখি না; ফলে, আমি তেমন কোন অবদান রাখতে পারবো না।