নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
প্রেমের দহন অহর্নিশি
জানে সর্ব-জনে,
দুষ্ট কেষ্ট পথ ভ্রষ্ট
আঁচড় দিয়েছে বুকে।
নানান মতে প্রশ্ন ওঠে
বুকের উপরতো আঁচল থাকে
আঁচল টাকে ছিঁড়ল কে?
ভর দুপুরে রাধাই কেন
বৃন্দাবনে পড়ল গিয়ে!
রাধা কাঁদে করুন সুরে
কৃষ্ণ তার সব ছিঁড়েছে,
বুকের উপর আঁচল টাকে
ভেতর জুড়ে হৃদয় টাকে।
কে তা শোনে, কে তা মানে!
কানার কি দায় পড়েছে
বৃন্দাবনে ধরবে তাকে?
রাধার নিশ্চয় চাল বেঁকেছে
শরীর জুড়ে বান ডেকেছে
আঁচল ফেলে ডাক দিয়েছে
সেই দোষে কানা ফেঁসেছে,
রাধাই নষ্টা- রাধাই ভ্রষ্টা
কলঙ্কে মুখ মেখেছে।
রাধার কি আর মান রয়েছে
চারিদিকে ছিঃ ছিঃ পড়েছে।
কেউ দেখেনি, কেউ দেখেনি
কানার কালো থাবাড় নখে
কত রাধার নরম বুকের
মাংস লেগে আছে।
২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২০ ভোর ৫:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সমকালীন লেখা