নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

মাননীয়া

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯

আমার মৃত্যু পথ যাত্রায়
আপনি থাকিবেন হে মাননীয়া,
কেবল আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা
বাকী কিছুতেই বিশ্বাস পাই না।
আমি নিশ্চিত জানি কেবল আপনি-
কেবল আপনি থাকিলে
কোন অছুত আমায় ছুঁতে পারবে না
কোন বিদ্রোহী পথ আগলে দাঁড়াবে না
ক্ষেপাটে পাগল কন্ঠ ছিঁড়ে চিতকার করবে না
কান্নার বিলাপ ধ্বনিত হবে না,
আপনার ক্ষমতাসীন নখের ইশারায়
গাছের পাতা ও নড়বে না।
পুরোপুরি সশস্ত্র সামরিক পাহারায়
আমার শব-দেহের শব যাত্রা হবে।
বুটের আঘাতে কেঁপে উঠবে কালো রাজপথ
বিবাগী বাতাসের বুকচিরে এগিয়ে যাবে বন্দুকের নল
তীব্র ভয়ে পথ সরে দাঁড়াবে ধুলিকণা,
কিছুতেই আমার অন্তিম যাত্রা রুখবে না।
পুরোপুরি সম্পূর্ণ বিশ্বাস আমার
কেবল আপনাতেই হে মাননীয়া
কেবল আপনি এক, অদ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ
আমার দাফনে আপনি হবেন চিরস্থায়ী অধিষ্ঠি
তারপর চালাতে পারেন আপনার হৃদয়ের নৈরাজ্য,
চাইলে ভালোবেসে টানতে পারেন কাছে
চাইলে ঘৃণায় ছুড়ে ফেলতে পারেন দূরে
যা কিছু আপনার ইচ্ছে
স্বৈরতন্ত্র তো আপনার রন্ধ্রে রন্ধ্রে।
আপনি-হ্যা আপনিই পারেন
ঐ বিবশ্য ছিন্নমূলের বুকের উপর দিয়ে
আমার লাশের বোঝা টানতে।
শুধু সাবধান রবেন আমাকে কবরে নামানোর সময়
যেন শেষ মুহূর্তে মাটি চাপা আপনার না হয়।

আমি কে?
খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেও চিনতে পারেননি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। আবেগ আছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.