নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

প্রোটোজোয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

একদিন আমি তোমার- মাঝরাতের দীর্ঘশ্বাস হব,
যে তুমি আজ আমায় প্রত্যাখ্যান করে চলে গেলে
ঠোঁটের ব্যাঙ হাসিতে,
একদিন আমি গভীর রাতে সেই তোমার বুকে
কাঁপন ধরিয়ে দেব
বুকের জ্বরে তুমি তর্পাবে,
দুংস্বপ্নের সেই রাতে-
আমি নিঃসঙ্গতা হয়ে জড়িয়ে ধরবো
তুমি নীরবে ঝরবে।
আর সুখ খুঁজে পাবে না কোন পৌরুষলি বুকে,
উদ্দাম বাহুতে-

একদিন ঝাঁঝালো, তপ্ত, ক্লান্ত দুপুরে
আমি শূন্যতা হয়ে ঢুকে পড়ব তোমার হৃদয়ে
আমিহীনতার অসুকে- অসুখে তুমি কাতরাবে।
এই পাহাড় সমান অবহেলা
একদিন তোমার পাজরে জেঁকে বসবে,
কতটা কষ্টের চূড়ায় আমি চূর্ন হয়েছি
একদিন তুমি বুঝবে।

একদিন মন খারাপের বিকালে
আমি মেঘলা আকাশ হয়ে ঢুকে পড়বো তোমার চঞ্চুর মত চোখে
যে চোখের অসিতে আজ আমায় কুটনা কাটলে
একদিন সেই চোখেই জমবে ব্যথার জলরাশী
এই আমার কথা ভেবে, উদাসী হয়ে যাবে তুমি।
টিপ্ খুঁজে পাবে না ঠিকানা
ঠোঁট রাঙবে না রঙ চমকে
কাজল পড়ে থাকবে অবহেলায়- অনাদরে
ভূষণে ভূষিত হবে না তুমি
অগোছালো চুলে নেমে আসবে সন্ধ্যা।

একদিন বারবেলা- অশিনী সংকেত হয়ে ঢুকে পড়ব তোমার কানে
আমার তীব্র, ঝাঁঝালো অথচ সুললিত শব্দগুলো
কর্ন ভেদ করে ঢুকবে অস্থিমজ্জায়
ছড়িয়ে পড়বে শিরায়-শিরায়, রক্তে, হাড়ে, মাংসে-
একদিন আমি ছড়িয়ে পড়ব তোমার শরীরের কূপে কূপে
আর তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না।

একদিন প্রবল শীতের রাতে
আমি তোমার শীতলকাঁথা হব,
উষ্ণতা খুঁজতে যখন আমায় জড়িয়ে নেবে
আমি হিম ছড়িয়ে দেব।
একাকিত্বে জমে যাবে তুমি
ফ্যাকাশে হয়ে যাবে চোখের রুক্ষতা
বেয়াদব ঠোঁটের হাসি
উচ্ছ্বসিত ফাজিল শব্দরা
তুমিময়তায় তুমি খুঁজবে আমাকেই।

একদিন আমি তোমার নিস্বাসে ঢুকে পড়ব
ঢুকে যাব ফুসফুসের কোণায়
দখল নেব প্রতিটি কণার
আমি ভীন্ন অক্সিজেনে মারা যাবে তুমি।

যে তুমি আজ আমায় মাড়িয়ে হেটে গেলে
সেই তোমার অন্তরে,
একদিন নিস্তব্ধতার কাল সাপ হয়ে ঢুকে পড়ব
বিধবা বেহুলার মত হবে তোমার বিবাহ বাসর
লক্ষিন্দরের মত শুকিয়ে কংকাল হয়ে যাবে গলা,

একদিন আমি পুটি মাছের কাটার মত
তোমার গলায় বিঁধে যাব।
কবলে কবলে জানান দেব আমার অস্তিত্ব
হতভাগিনীর মত কপাল চাপড়াবে তুমি।

একদিন আমি তোমার মন কুটির হব
অনায়াসে আশ্রয় দেব, এই আমাকে
ভালোবাসার ছায়া দেব
নকশী পাখার বাতাস
প্রেমে পড়া পান দেব
সুপারিতে দুষ্টমির আভাস।

আর দূরে যেতে পারবে না তুমি
ছড়িয়ে দেব তোমার শরীরে আমি বীজ।

একদিন আমি তোমার অনুশোচনা হব
সত্তাপে তুমি খুইয়ে ফেলবে নিজেকে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ!

হৃদয়ের এই তপ্ত দহন বুঝবার মানুষ খুঁজে পাওয়া যে বড়োই সৌভাগ্যের, সেই ভাগ্য খুব কম মানুষেরই হয়ে থাক। তাই তো কারো কারো হৃদয়ে এমন প্রশ্নের ঝড় ওঠে, বেরিয়ে আসে সুগভীর ভালোবাসা আর ক্ষোভ।

ভালো লাগলো কবিতার কথামালা।
শুভকামনা জানবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। প্রসংশায় আপ্লুত আমি। শুভেচ্ছা নিবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫

তারেক ফাহিম বলেছেন: চমৎকার লিখলেন।

পাঠে ভালোলাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

পাজী-পোলা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অনুপম রচিত ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.