নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আহ, শান্তি
কি পরিশ্রমই না করেছি।
শরীরে শরীর ভাসিয়েছি
দেহের চাক থেকে মধু কেঁটেছি,
লাঙল চালিয়েছি উর্বর জমির বুকে
ফালাফালা করেছি নরম মাটি
বীজ ফেলে দিয়েছি।
এখন শরীর জুড়ে তৃপ্তি
আহ, ক্লন্তি জড়িয়ে আসছে চোখে
ঘুমিয়ে পড়ব।
ফোঁসফোঁস করে কে ?
কাঁদছে কি ও!
কেন কাঁদবে?
বিয়ে করে এনেছি, দলিল করে নিয়েছি
আমার সম্পত্তি- যেমন চাইবো ব্যবহার করব
কাঁদবে কেন?
আমি কি পরপুরুষ?
ধর্ষণ করেছি ?
জোর অবশ্য একটু করেছি
জোর না করলে কি এমন তৃপ্তি মিলে!
বুকের মাংসে কি দাগ বসিয়েছি?
ব্যথায় কাঁদছে ?
একটা বোধয় উচিত হয়নি,
তবে কি করবো?
রোজ এক ঘ্যান-ঘ্যান, আজ না আজ না
তবে কবে?
আমারটা খায় আমারটা পরে
আর আমি হাত দিতে গেলেই-
ঊম_ ভালো লাগছে না
আজ শরীর খারাপ,
কেন?
যখন চাইবো যেভাবে চাইবো দিতে হবে
না দিলে জোর করব।
কাবিনে কিনেছি, আমি স্বামী
জোর করার অধিকার আমার আছে
আজ যেমন করেছি।
ও কাঁদলে কাঁদুক, আমার কি?
আমার শরীর জুড়ে তৃপ্তি
শান্তির ঘুমে বুঝে আসে চোখ।
ও প্রথমে কাঁদবে
পরে অভিমান করবে, রাগ করবে
হয়তো ঘৃণাও একটু
তারপর ঠিক ঘুমিয়ে পড়বে।
পরদিন সকালে আবার আমার জন্য নাস্তা বানাবে
কাপড় গুছিয়ে দেবে
আমার ভালো-মন্দের খেয়াল রাখবে।
আমি এভাবেই মজা লুটে নেব
এই বোকা, অসহায়, অবলা তনু থেকে।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা নিয়েন।
এটা আসলে এমন কোন লেখা না, দু'জন লোক কথা বলতেছিলো আমি সেটাই লিখছি।
২| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৪
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭
তারেক ফাহিম বলেছেন: অসাধারণ হয়েছে।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯
পাজী-পোলা বলেছেন: কোন আবেগের বিষয় না। দু'জন লোক কথা বলতেছিলো আমি সেটাই লিখছি।
আপনার কবিতা কতদূর?
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়; আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই-বা কম কী করিল? - রবিকবির এই কথাটা কেন মনে পড়লো? বিবাহ করিয়া জোর-জবস্তি চলবে না বলছেন?
'ম্যারিটাল রেপ' বা আইনসিদ্ধ(!) ধর্ষণ নিয়ে বাংলায় লেখা খুব চমৎকার লেখা পড়লাম। এই লেখায় প্লাস পোষাবে না, মাল্টিপ্লিকেশন দিতে হবে অনেকগুলো!