নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
রাষ্ট্র, ওসব রূপকথার গল্প আমাকে শুনিয়ো না
সেই তো রাজারকুমার, পক্ষীরাজ, রাজকন্যা
ওসব গালগপ্পে আমাকে ভুলিয়ো না।
উদরের আগুনে পুড়ে যাচ্ছে হৃদয়
ক্ষুধার্ত চোখে ঝলসানো রুটি,
নখের আঁচরে ছিড়ে যাচ্ছে কচি মাংসের বুক
ভালোবাসা খসে পড়ছে নষ্ট ডাস্টবিনে,
মানবতা ফুটপাথে, বেঁচে থাকার তীব্র হাহাকার রাজপথে
তোমাদের জোয়ারের বালখিল্য গল্প
আমাকে শুনিয়ো না আর।
বেশ্যার দালালের কাছে তার প্রতিটি মালই অপ্সরী
তোমরাও তার চেয়ে বেশী নও।
আমার ক্ষেপাটে রাগ মাথা চাড়া দিয়ে উঠলে
ঊম্মাদ আমি যৌনি চিরে রক্তে ভাসিয়ে দেব
ভ্রষ্টা রাষ্ট্রের গর্ভাশয়,
যেখানে জন্মনেয় জারজ বোদ্ধা।
আমাকে তো চেনোনি, জানোনি আমি কে?
কলমে চেঙ্গিস, কালিতে নজরুল
চোখের ভেতর চে(গুয়েভার), বুকে ক্ষুদিরাম বসু।
আমাকে ভয় দেখাও?
ক্ষমতার শিশ্ন উচিয়ে ধরো?
বুলেট ছুরো-কামান দাগো?
মূত্রবাণে ভাসিয়ে দেব বারুদের স্তূপ
মুখের উপর ছিটিয়ে দেব থুতু,
পাঁজরে কাল মার্ক্স, মগজে লেলিন
রক্তে স্ট্যালিন, কন্ঠে নূর হোসেন।
দিপ্ত কন্ঠে ঝাঝালো শ্লোগান
ফেটে যাবে তোমাদের কর্ণদ্বয়,
দাউ দাউ করে জ্বলে উঠবে
ক্ষমতার পুষ্প মঞ্জিত সিংহাসন
অগ্নিময় শব্দে ঝলসে উঠবে দেয়াল লিখন,
তোমাদের চোখে স্বপ্ন নামবে না
তোমরা ঘুমতে পারবে না।
ওসব কাতরতার ছিনালিপনা
আমাকে শুনিয়ো না,
জ্বলে ওঠে রক্ত, চোখ, বিবাগী প্রেম।
তোমরা হিটলার পুষো, বুশ ধরো
ইংরেজের মত পাঁজরে ঝেকে বসো,
গাদ্দাফি, নিয়াজভ কিম্বা সেস সেকো
যা খুশী আঁকরে ধরো।
বিকিনির মত আমাদের ভাগ্যে
স্বৈরতন্ত্রের নিউক্লিয়ার পরিক্ষা করো না,
ছিরে ফেলব বোরখা, পেন্টি, আবেদনময় শরীর।
বিদ্রোহী প্রতিবাদী স্বরের মুখে
কবে কোন স্বৈর শাসক টিকতে পেরেছে,
ইতিহাসে কলঙ্ক তোমাদেরই রটবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: চমৎকার।