নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
অধর চাঁদ যেন এক খন্ড মাংসপিন্ড।
: ছিঃ
: ছিঃ, কেনো?
: তুমি তো বোঝোইনা, কখন মানুষ বিরক্ত হয়!
: তুমি বিরক্ত হলে! এমন রুক্ষ বুকে কবি জন্মাবে কিভাবে?
: কে বলেছে- কবি হতে? কবি হলে না খেয়ে মরতে হবে?
: উঁহু, কবিরা অন্তহীন ভালোবাসা খেয়ে বাঁচে।
: তবে ঐ খেয়ে থাকো, আজ রান্না বন্ধ।
: চাইছি তো দু'হাত পেতেই, দিচ্ছো কই?
: এত ক্ষুধা কেন তোমার? একটু আগেই তো কামড়ে খেলে।
: সর্বগ্রাসী ভুখ আমার, যত খায় তত অভুক্ত থেকে যায়।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। ব্লগ দিবসের প্রোগ্রামের কি হল আপনাদের ?
২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
ফয়সাল রকি বলেছেন: রান্না বন্ধ হলে একদুদিন সমস্যা হবার কথা নয়!
১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫
পাজী-পোলা বলেছেন: ক্ষুদার্ত পেট ও শরীর তপ্ততায় পুড়ে, এই যা। ভালো থাকবেন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
কবীর হুমায়ূন বলেছেন: সর্বগ্রাসী ক্ষিদার শেষ থাকে না। আগুন থেকে কবিতা খায়। ভালো হয়েছে কথপোকথন। শুভ কামনা।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। ব্লগ দিবসের প্রোগ্রামের কি হল আপনাদের ?
আমাকে কেউ কোনো কিছুতে ডাকে না। আমি যাইও না।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: সর্বগ্রাসী ভূখা রাক্ষুসে দেশটা খাবে গিলে
১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
পাজী-পোলা বলেছেন: খাচ্ছেও তাই।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৩
কবিতা ক্থ্য বলেছেন: কবিরা অন্থীন ভালোবাসা খেয়ে বাঁচে- জটিল হইসে ভাই।
শুভো কামনা আপনার জন্য।
১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।