নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি যার প্রেমে মজেছি
চাইলো না তো সে আমার পাণে।(২)
গুরু কেন দিলানা ঠাই তোমার চরণ তলে
গুরু কেন দিলানা ঠাই আমায় চরণ তলে।
প্রেমে পাগল হইয়া আমি
ঘর ছেড়েছি রাত নিশীথে। (২)
এখন চাদের আলোয় কলঙ্ক রটে
আমার- চাঁদের মত কলঙ্ক রটে
ডুবে মরবো কোন ঘাটে?
গুরু কেন দিলানা ঠাই তোমার চরণ তলে
গুরু কেন দিলানা ঠাই আমায় চরণ তলে।
খুঁজি তোমায় পথে-বাকে
আসমান- জমিন, হৃদ মাঝারে। (২)
পাই নাকো ঘরের কোণে
না রইলা এই নধর ধরে।
গুরু কেন দিলানা ঠাই তোমার চরণ তলে
গুরু কেন দিলানা ঠাই আমায় চরণ তলে।
বেদীর ও বেদ-বিধানে
নমস্য হয়েছি তোমার তরে। (২)
না লইলা নৈবদ্য আমার
না দিলা হাত মাথার পরে,
কি কারণে এই অনুরাগে
দিলা না সারা কোন সে ভুলে?
গুরু কেন দিলানা ঠাই তোমার চরণ তলে
গুরু কেন দিলানা ঠাই আমায় চরণ তলে।
বুঝেও বুঝলে নাহি
কি অকুল তৃষ্ণায় আমি মরি। (২)
তুমি বীণে এ তুফান ভারী
গুরু- তুমি বীণে এ তুফান ভারী
কেমনে দেব পাড়ি ভব নদী।
কাণ্ডারি বীণে দেহ না নরে
চলবো কোথায় কোন পাণে?
গুরু কেন দিলানা ঠাই তোমার চরণ তলে
গুরু কেন দিলানা ঠাই আমায় চরণ তলে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: এখন সুর দিয়ে নিজেই গেয়ে ফেলুন। ইউটিউবে ছেড়ে দিন। আমরা শুনি।