নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৬

এক নিবিড় রাতে আকাশের বুক থেকে চুরি হয়ে গেল অহংকারী চাঁদ। মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল সমগ্র পৃথিবী। মৌ মৌ করে রটিয়ে গেল খবরটা। টিভির পর্দা থেকে ফেসবুকের পাতা হৈহৈ পড়ে গেল। যথারীতি সরকারি দল দোষ চাপিয়ে দিল বিরোধী দলের উপর। বিরোধী দল ফুঁসে উঠে বলল, সরকারের পদত্যাগ চাই। রাজপথে নামলো একদল মানুষ। উচ্ছৃঙ্খল হল শহর, উত্তাল রাষ্ট্র, বিশৃঙ্খল দেশ। কেউ কেউ আর্তনাদে হায় হায় করে উঠলো। কেউ কেউ বিদ্রুপ করে বলল, ঠিক হয়েছে, রোজ রাতে বেড়োয় কেন? এক পৌঢ়া নারী ব্যঙ্গ করে বলল, রূপের কি দেমাগ। যুবক আক্ষেপ করে বলল, ইশ, আমি যদি চুরি করতে পারতাম ঐ জৌলুস চাঁদটা। খেতে বসে মি: মুখার্জি গিন্নিকে বললেন, কে করলো বলতো? গিন্নি ঝাঝিয়ে উঠলেন, আমি কি দেখেছি নাকি? মি: মুখার্জি আফসোস করলেন, আহা- অত সুন্দর চাঁদটা। গিন্নি মুখ ঝামটা দিয়ে বললেন, খাও তো। কোন আকাশের কোন চাঁদ, তার জন্য কত দরদ। কি বেহায়ারে বাবা, সারা রাত বাহিরে থাকে। সমস্ত দায় বর্তালো কবি সাহিত্যিকদের উপর। কবি সাহিত্যিকদের চাঁদের রূপের ওমন রগরগে বর্ণনা পড়েই হয়তো কোন দুর্বৃত্ত প্রলুব্ধ হয়েছে। জেরা করা হল সব প্রেমিকদের। কার্ফু জারি হল। তল্লাশি করা হল প্রত্যেকটি বুক। কিন্তু কোথায় চাঁদ, কোথায় সে চোর? জানেনা কেউ।

তুমুল হট্রগোলের মধ্যে গ্রহণ থেকে বেরিয়ে এলো মায়াবীনি চাঁদ। বুকে জ্বলজ্বলে ক্ষতের দাগ। নিস্তব্দ হয়ে গেল প্রতিটি ঠোঁট। ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো অনেকেই। লজ্জায় চোখ সরিয়ে নিলো সবাই। কলঙ্কিনী চাঁদের রূপের তেজ কিন্তু কমেনি একটুও।

এখনো কবি সাহিত্যিকরা রগরগে বর্ণনা লেখে। প্রেমিকের দল প্রেয়সীর মুখ আঁকে। যুবকের মনে এখনো খায়েস, বাগে পেলেই চুরি করে নিয়ে যাবে।

নির্লজ্জ বেহায়া চাঁদটা এখনো রূপের জেল্লা ঢেলে দেয় পৃথিবীর গায়ে। শিহরীত হয় পৃথিবীর শরীর।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: চাঁদ থেকে দূরে থাকাই ভালো। চাঁদ কিন্তু মানুষকে পাগল বানিয়ে ফেলে।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

পাজী-পোলা বলেছেন: পাগল ছাড়া নাকি দুনিয়া চলে না?

২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯

ঢুকিচেপা বলেছেন: লেখার থিমটা চমৎকার লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, লেখাটা মনে হয় ভালো লাগেনি!

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

অধীতি বলেছেন: পরোক্ষ ভাবে কোন কিছু ফুটিয়ে তুল্লে দারুন লাগে। বেশ লেগেছে লেখাটা।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন প্লট ।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। গল্পটা জমাতে পড়িনি!

৫| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখাটা ভাল লেগেছে তবে গল্প বা গদ্য কবিতা হলে আরও ভাল হতো।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

পাজী-পোলা বলেছেন: কবিতা লেখার নিয়ম জানি না। গল্প আকারে লিখতে চেয়েছিলাম হয়তো ফোঁটাতে পারিনি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.