নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

মুক্তি ( মক্সাকাব্য )

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৫

একটা বাচ্চা মেয়ে আইসক্রিম খাচ্ছে
আইসক্রিম খাচ্ছে একজন বয়স্ক নারী
আইসক্রিম খাচ্ছি আমি, আমার প্রিয়তমা স্ত্রী।
আইসক্রিম খেয়ে আমরা উড়ে গেলাম
পড়ে থাকলো নির্জীব কাঠি।
আমাদের উচ্ছিটাংশে ভরে গেল নগরী
ভাগাড় হয়ে রইলো বসুন্ধরা।

অথচো, প্রকৃতি কোন দায় রাখেনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হায় আইসক্রীম!

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

পাজী-পোলা বলেছেন: হায়, হায়। মক্সাকাব্য নামে নতুন একটা ফরম্যাট দেখলাম। তাই লিখলাম। এখানে কবিতার তেমন গভীর ভাব বা ছন্দ- মাত্রার প্রয়োজন পড়ে না। মন যা চায় লিখলেই হয়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

কল্পদ্রুম বলেছেন: মক্সাকাব্যের জনক কি রোদ্দুর রয়? মক্সাকাব্যের ফরমাট কেমন? কবিতার ব্যাকরণ প্রায় বুঝি না বলতে গেলে। পড়ে মজা লাগলো বলে জিজ্ঞেস করা।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

পাজী-পোলা বলেছেন: রোদ্দুর রয় কিনা জানি না। আমি কয়েকটা ইংলিশ কবিতা পেয়েছি গুগুলে সার্চ করে। কবিতার ব্যাকরণ আমিও ঠিক মত বুঝি না। ইংলিশ টা দেখে লিখলাম। ঐখানে বলা ছিল এই ধরণের কবিতায় কোন গভীর বিষয়বস্তু, ভাবের প্রয়োজন নেই। সাধারণ মাথায় যা আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.